ওয়েব ডেস্ক: ধরুন কলকাতার শ্যামবাজার পাঁচমাথার মোড়ের পাশ দিয়ে গাড়ি/বাসে/বাইকে যাচ্ছেন। হঠাত্ দেখলেন রাস্তাটা ভেঙে দুভাগ হয়ে গেল, বড় গর্তের মধ্যে ঢুকে গেল রাস্তাটা। তখন কী অবস্থা হবে?  সোমবার ভোরে তেমনটাই হল জাপানবাসীর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- 'স্নেক অন এ প্লেন', সিনেমায় নয় বাস্তবে


দক্ষিণ পশ্চিম জাপানের ফুকুওকা টাউনের ব্যস্ততম রাস্তায় হঠাত্ ধস। ধস বললে কম বলা হবে। বলা ভাল একেবারে গর্তের মধ্যে ঢুকে গেল রাস্তাটা। গর্তটা ঠিক ৬৫ ফুট গভীর। পাঁচ মাথার মোড়ে ধসের ফলে গোটা এলাকা বিদ্যুত্হীন হয়ে পড়ল। ভোরের দিকে হওয়ায় বেশী লোক রাস্তায় ছিল না। ভাগ্যভাল সেভাবে কোনও মানুষের হতাহত হলেন না। ট্রাফিক স্তম্ভ থেকে রাস্তার পাশের বিল্ডিংয়ের কিছু অংশ গর্তে ঢুকে গেল। মনে করা হচ্ছে রাস্তার ঠিক পাশে সাবওয়ে এক্সটেনশনের বড় একটা কাজ চলার জন্যই এইরকম ঘটনা ঘটল। তবে জাপানের প্রশাসন পুরো ঘটনায় এতটাই হতবাক যে তারা এ নিয়ে কোনও মন্তব্যই করতে চান না।


আরও পড়ুন- ট্রাম্প-কার্ড কী হিন্দুত্ব!


প্রত্যক্ষদর্শীরা জানালেন, বেশ জোরে একটা শব্দ হয়ে রাস্তাটা ভেঙে পড়ে দুভাগ হয়ে গেল ।


দেখুন সেই ভিডিও