নিজস্ব প্রতিবেদন: ক্রমশ অবনতি হওয়া ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবার দেশের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন গুগল (Google) প্রধান সুন্দর পিচাই  (Sundar Pichai) ও মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা (Sattya Nadela)। করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে Unicef ও Give India এর মাধ্যমে মোট ১৩৫ কোটি টাকা অনুদান দেওয়ার কথা সোমবার টুইটারে ঘোষণা করেন সুন্দর পিচাই । টুইট বার্তায় উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, 'ভারতে ক্রমাগত বেড়ে চলা কোভিড সংকট দেখে আমি বিধ্বস্ত।' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: অক্সিজেন সঙ্কটের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে দাঁড়াল ব্রিটেন



মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা টুইট করে বলেন,'ভারতের কোভিড পরিস্থিতি হদয় বিদারক। ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারকে আমার ধন্যবাদ। এই বিপর্যয়ে সমস্ত রকমের সহযোগিতা করবে মাইক্রোসফট। একই সঙ্গে ভারতকে অক্সিজেন কনসেনট্রেশন যন্ত্র কেনায় সহযোগিতা করা হবে।'


আরও পড়ুন:  'বিপদের ত্রাতা ভারতকে সাহায্য', মতবদল Biden-র; 'পাশে আছি', জানালেন Kamala



প্রসঙ্গত, মত পাল্টে করোনা সঙ্কটে ভারতের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ভারতকে টিকা তৈরির কাঁচামাল রফতানি অব্যাহত রাখা হবে বলা জানানো হয়। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটেন, আমেরিকা যুক্তরাষ্ট্র ও জার্মানিও।