Beijing Winter Olympics: স্কেটিং স্কিইংয়ের অ্যানিমেটেড ডুডলে মাত গুগলের!
উদ্বোধনকে মনে রেখেই গুগলের এই শিল্পিত সক্রিয়তা।
নিজস্ব প্রতিবেদন: শুরু হতে চলেছে শীতের অলিম্পিক। সেই গ্র্যান্ড ইভেন্টকে সামনে রেখে গুগল এক ডুডল দিয়ে উপলক্ষ্যটিকে উদযাপন করল। বিশেষত, আজই এই বিগ স্পোর্টসের উদ্বোধন। সেই উদ্বোধনকে মনে রেখেই গুগলের এই শিল্পিত সক্রিয়তা। শীতের এই অলিম্পিকের আসর বসল চিনের বেজিংয়ে।
মিষ্টি এই অ্যানিমেটেড ডুডলটিতে কিছু ফিগারকে দেখা যাচ্ছে, যারা নানা রকম স্পোর্টস ইভেন্টে লিপ্ত। গুগল তাদের পেজে এ নিয়ে একটি লেখাও লিখেছে। আইস হকি, ফিগার স্কেটিং, স্কিইং-এর মতো নানা ইভেন্ট গুগলের ওই ডুডলটিতে দেখা গিয়েছে।
প্রায় ৯০টি দেশ থেকে ৩০০০ ক্রীড়াবিদ এই অলিম্পিকে অংশগ্রহণ করছেন। সেই দেশের ন্যাশনাল স্টেডিয়ামে ওপেনিং সেরিমনিটা অনুষ্ঠিত হবে।
Ukraine Crisis: যুদ্ধ? ইউরোপে হাজার হাজার আমেরিকান সেনা! চরম আতঙ্কের আবহ