নিজস্ব প্রতিবেদন: নিয়ম ভাঙায় জরিমানার মুখে পড়তে হল গুগলকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংরক্ষণ সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করায় সার্চ ইঞ্জিন গুগলকে (Google) তিন মিলিয়ন রুবল বা ৪১ হাজার ডলার জরিমানা করল রাশিয়ার এক আদালত। দেশটিতে এ ধরনের অপরাধে গুগলকে জরিমানার ঘটনা এই প্রথম। জরিমানার বিষয়টি গুগল নিশ্চিত করলেও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তারা।


আরও পড়ুন: Delta Variant: ডেল্টা-আক্রমণ ঠেকাতে পারল না চিন, প্রশ্ন টিকা-সুরক্ষা নিয়েও


এর আগে রাশিয়ায় (Russia) আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলিকে জরিমানা করার ঘটনা ঘটেছে।


State communications regulator Roskomnadzor বলেছিলেন, অ্যালফাবেট ইনকরপোরেশন-ভুক্ত প্রযুক্তি প্রতিষ্ঠান সার্চ ইঞ্জিন গুগলকে ছয় মিলিয়ন রুবল জরিমানা করা হতে পারে। রাশিয়ায় গুগল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য রাশিয়ার ডেটাবেসে সংরক্ষণ না করায় এই জরিমানা।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: Comedian Death: 'নিখোঁজ' আফগান কমেডিয়ানকে খুনে'র দায় অস্বীকার তালিবানের