Sri Lanka Crisis: স্পিকারের কাছে ইস্তফাপত্র পাঠালেন পলাতক প্রেসিডেন্ট গোটাবায়া
প্রবল আর্থিক সংকট দ্বীপরাষ্ট্রে। প্রেসিডেন্টের ভুল নীতিই দায়ী, অভিযোগ দেশবাসীর। ক্ষোভের আঁচে পুড়ছে শ্রীলঙ্কা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: জল্পনা ছিলই। দেশে ছেড়ে পালানোর পর এবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিলেন গোটাবায়া রাজাপক্ষে। স্পিকারের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।
প্রবল আর্থিক সংকট চলছে শ্রীলঙ্কায়। কেন? সদ্য পদত্যাগী প্রেসিডেন্টের 'ভুল নীতি'। দেশবাসীর ক্ষোভ বাড়ছিল ক্রমশই। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, দেশের ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট! মঙ্গলবার মধ্যরাতে সামরিক বিমান চেপে মালদ্বীপের উদ্দেশ্য রওনা দেন গোটাবায়া। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও দুই রক্ষী। এমনকী, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদ গোটাবোয়া ইস্তফা দিতে পারেন বলেও শোনা যাচ্ছিল। অবশেষে সেই জল্পনাই সত্যি হল।
এদিকে প্রেসিডেন্ট পালিয়ে যাওয়ার পরে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাড়ি ঘিরে ফেলে সেনা। দেশে জরুরি অবস্থা জারি করার কথা ঘোষণা করে প্রধানমন্ত্রীর সচিবালয়। পরবর্তী প্রেসিডেন্ট কে? দৌড়ে এগিয়ে রয়েছেন রনিল বিক্রমসিঙ্ঘে। এরপরই তালিকায় রয়েছেন দুলাস দাহাম কুমারা।