নিজস্ব প্রতিবেদন: হঠাতই ঘুম ভাঙল গুয়েতমালার ফুয়েগো আগ্নেয়গিরির। যার রোষে মৃত্যু হল কমপক্ষে ২৫ জনের। ২ হাজারের বেশি ঘরছাড়া। অ্যান্টিগুয়া গুয়েতমালার ১৬ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই আগ্নেয়গিরিটি প্রায় ৫০০ বছর ধরেই সক্রিয় রয়েছে। রবিবার ফের স্থানীয় সময় রাত ৯টা নাগাদ প্রবল বিস্ফোরণে সক্রিয় হয়ে ওঠে আগ্নেয়গিরিটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বাড়বে সামরিক সহযোগ, হবে যৌথ নৌমহড়া, সিঙ্গাপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন মোদী


গুয়েতমালার বিপর্যয় মোকাবিলা দফতরের ন্যাশনাল কোঅর্ডিনেটরের মুখপাত্র জানিয়েছেন, কমপক্ষে ২৫ জনের মৃত্যুর খবর মিলেছে। উদ্ধার কার্যে নেমেছেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। তবে, আলোর অভাবে এবং ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে বলে খবর।


স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, হঠাত্ অগ্ন্যুতপাতে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বাড়ি-ঘর, গাছপালা সব পুরু ছাইয়ের আস্তারণে ঢেকে যায়। গুয়েতমালার প্রেসিডেন্ট জিমি মোরালস সরকারিভাবে জানিয়েছেন ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০ জন। প্রায় ১৭ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন।


আরও পড়ুন- পাকিস্তান নির্বাচনের লড়াইয়ে ‘চেয়ার’ পেল মুম্বই হামলার মূলচক্রী



১৯৭৪ পর এমন বিকট আওয়াজে আগ্নেয়গিরিটি এ দিন বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে।  উল্লেখ্য, ফুয়েগো আগ্নেয়গিরিটি এর আগে ২০১৫ সালে ফেব্রুয়ারিতে সক্রিয় হয়ে ওঠে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ২০০২ সাল থেকে নিয়মিতভাবে জেগে ওঠে এই আগ্নেয়গিরি। তবে, এবারে অগ্ন্যুতপাতে বেরনো লাভা কতটা জনজীবনকে ক্ষতিগ্রস্থ করবে, সে বিষয়ে চিন্তায় রয়েছে গুয়েতমালার প্রশাসন।


আরও পড়ুন- কিষাণগঙ্গা জলবিদ্যুত্ প্রকল্প নিয়ে বিশ্বব্যাঙ্কের কাছে কাঁদুনি গাইল পাকিস্তান