জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৭২ বছর। ৪৩ দিন। ২০৮৩ মাইল। কতগুলি সংখ্যা। কিন্তু, নিছক সংখ্যা মাত্র নয়। ৭২ বছরের এক মহিলা ৪৩ দিনে সাইকেলে ২০৮৩ মাইল অতিক্রম করেছেন। অসাধারণ এই কৃতিত্ব স্বীকৃতিও পেয়েছে। নাম উঠেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে। সকলেই উচ্ছ্বসিত তাঁর এই কৃতিত্বে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লিনিয়া সালভোর বয়স ৭২ বছর ২৭ দিন। তিনি ৩,৩৫২ কিলোমিটার অতিক্রম করেছেন। এ কাজটিতে তাঁর ৪৩ দিন লেগেছে। তিনি প্রশান্ত মহাসাগরের উপকূল ধরে ভ্রমণ করেছেন। কী বলছেন এই সত্তরোর্ধ্ব মহিলা? তিনি নিজে বলেছেন-- আমারা তো গতির সঙ্গে ঘর নয়, বয়স আমার অন্তরায়। তাই আমি ধীরে চলো নীতি নিয়ে চলেছি। হাঁফিয়ে পড়িনি।


তবে রেকর্ড যে তিনি এই প্রথম গড়লেন, তা নয়। ৬৭ বছর বয়সে সব চেয়ে বয়স্ক মহিলা হিসেবে সাইকেলে আমেরিকা অতিক্রম করেছিলেন। সেবার তিনি ক্যালিফোর্নিয়া থেকে বিথানি বিচ, ডেলাওয়ার হয়ে ভ্রমণ করেছিলেন।    


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 


আরও পড়ুন: Shinzo Abe: কেন ভারতের কাছে শিনজো আবে এত গুরুত্বপূর্ণ?