নিজস্ব প্রতিবেদন: হোয়াইট হাউস ছাড়ার আগে আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন ডোনাল্ড ট্রাম্প। ফের এর আঁচ পড়ল মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মপ্রার্থী ভারতীয়দের ওপরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ঝঞ্ঝার ভিড়ে বাধা উত্তুরে হাওয়ায়, তবু শীতের আমেজেই বর্ষবরণ


H1-B ভিসা সহ অন্যান্য ওয়ার্ক ভিসা দেওয়া এমনিতেই বন্ধ ছিল। এবার তা আরও ৩ মাস বাড়িয়ে দেওয়া হল। আগামী ৩১ মার্চ পর্যন্ত ওই নিষেধাজ্ঞা বলবত থাকবে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের বহু তথ্যপ্রযুক্তি সংস্থা ভারতীয় কর্মীদের সেদেশে নিয়ে যায় H1-B ভিসা দিয়ে। আগামী ৩ মাস সেই রাস্তা বন্ধ হয়ে গেল।


মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার ব্যাপক প্রকোপের মধ্যেই গত ২২ এপ্রিল ও ২২ জুন দুটি নির্দেশিকা জারি করে ওই দুই ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয়। গত ৩১ ডিসেম্বর সেই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এর ঘণ্টা খানেক আগেই ফের ৩ মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট।


আরও পড়ুন-ভারতের প্রথম মনোলিথের খোঁজ আহমেদাবাদে, রহস্যের গন্ধ নতুন বছরের প্রথম দিনেই


মার্কিন রাষ্ট্রপতি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছেন, দেশের সামগ্রিক পদ্ধতির কথা মাথায় রেখেই এক সিদ্ধান্ত নিতে হয়েছে। কারণ করোনার কারণ দেশের কাজের বাজারের অবস্থা অত্যন্ত খারাপ হয়েছে, স্বাস্থ্য পরিকাঠামোর ওপরেও তার প্রভাব পড়েছে। বেকারি বেড়েছে হুহু করে। প্রসঙ্গত, করোনার কারণে দেশে গত এপ্রিলেই বেকারির হার বেড়েছিল ৬.৭ শতাংশ।