ওয়েব ডেস্ক: গৃহবন্দি হাফিজ সইদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পেশ না করলে তার মুক্তির আবেদন মঞ্জুর করে দেবে আদালত। মঙ্গলবার পাক সকারকে এমনটাই জানাল লোহৌর হাইকোর্ট। ভারত-সহ একাধিক দেশের চাপের মুখে গত ৩১ জানুয়ারি থেকে হাফিজ সইদকে নজরবন্দি করে রেখেছে পাকিস্তান। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবারের শুনানিতে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের গৃহসচিবের প্রমাণ-সহ হাজির থাকার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত আদালতে হাজির হননি তিনি। এর পর ক্ষুব্ধ বিচারপতি বলেন, কেবলমাত্র সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ওপর নির্ভর করে এক ব্যক্তিকে এতদিন বন্দি রাখা সম্ভব নয়। 


আরও পড়ুন - বাবার সাংবাদিক সম্মেলনের আগে শুভ্রাংশু রায়ের বিস্ফোরক দাবি


এদিন আদালতে বিচারপতি বলেন, সরকারের আচরণে মনে হচ্ছে অভিযুক্তের বিরুদ্ধে তার হাতে তেমন কোনও তথ্য-প্রমাণই নেই। আদালতের কাছে অভিযুক্তের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ পেশ না করলে তাকে মুক্তি দেওয়া হবে। 


আদালতের ভর্ত্সনার মুখে সরকারি আইনজীবী বলেন, অনিবার্য দায়িত্ব সামলাতে ইসলামাবাদে রয়েছেন স্বরাষ্ট্রসচিব। তাই হাজির হতে পারেননি তিনি। জবাব দিতে আদালতের কাছে সময় চান সরকারি আইনজীবী।  


আরও পড়ুন - চাকর নই, তাই দল ছাড়লাম, সাংবাদিক বৈঠকে বললেন মুকুল