ভয়াবহ বিস্ফোরণ বেইরুটে, নিহত অন্তত ৭৮, আহত কয়েক হাজার
২,৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট যেখানে সংরক্ষণ করে রাখা ছিল সেখানে কোনও নিরাপত্তা ব্যবস্থা ছিল না। যা কি না অবাক করা এক তথ্য।
নিজস্ব প্রতিবেদন- লেবাননের বেইরুট শহরে ভয়াবহ বিস্ফোরণে মৃত কমপক্ষে ৭৮। শেষ খবর পাওয়া পর্যন্ত জান গিয়েছে, আহত হয়েছেন অন্তত চার হাজার মানুষ। মঙ্গললবার রাতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে বেইরুট। বিস্ফোরণ এতটাই জোরালো ছিল যে তার শব্দ গোটা লেবানন দেশজুড় শোনা গিয়েছে। বিস্ফোরণের পরই ঘটনার সঙ্গে জঙ্গিযোগের সন্দেহ করা হচ্ছে। তবে লেবাননেন রাষ্ট্রপতি মিশেল আউন জানিয়েছেন, ছবছর ধরে বন্দর এলাকায় ২,৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট সংরক্ষণ করা হয়েছিল। সেখানেই বিস্ফোরণ হয়েছে। তবে তিনি এটাও বলেছেন, কেউ যদি সত্যিই নাশকতা করে থাকে তবে প্রশাসন ছেড়ে কথা বলব না।
২,৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট যেখানে সংরক্ষণ করে রাখা ছিল সেখানে কোনও নিরাপত্তা ব্যবস্থা ছিল না। যা কি না অবাক করা এক তথ্য। সাধারণত সার ও বোমা তৈরিতে কাজে লাগে অ্যামোনিয়াম নাইট্রেট। আর এত পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট যে জোরালো বিস্ফোরণ ঘটাতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না। বন্দর এলাকার এই ভয়াবহ বিস্ফোরণে ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল বলেও জানাচ্ছে লেবাননের সবাদমাধ্যমগুলি। পূর্ব ভূমধ্যসাগরীয় দ্বীপ সাইপ্রাসের ২৪০ কিলোমিটার দূরে নিকোসিয়া পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে জানা যাচ্ছে। লেবাননের জেনারেল সিকিউরিটির প্রধান আব্বাস ইব্রাহিম জানিয়েছেন, সংরক্ষিত বিস্ফোরক পদার্থ থেকেই দুর্ঘটনা ঘটেছে। প্রায় ছবছর ধরে ওই এলাকায়া বিস্ফোরক পদার্থ সংরক্ষণ করা ছিল।
আরও পড়ুন- ট্রাম্পের টিটকিরি! করোনায় ভুগছে ভারত, জ্বলছে চিন, লড়ছে আমেরিকা, বললেন মার্কিন প্রেসিডেন্ট
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। একসঙ্গে এত আহত মানুষকে সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে বেইরুটের হাসপাতাল। রেডক্রসের লেবানিজ শাখার কাছে রক্তদানের আবেদন করেছেন লেবাননের রাষ্ট্রপতি। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে অনেকেই ঘটনাস্থল থেকে দূরে ছিটকে রাস্তায় গিয়ে পড়েছিলেন। পর পর দুটি বিস্ফোরণ ঘটে। তাতেই বেইরুটের গোটা বন্দর এলাকা ধংসস্তুপে পরিণত হয়েছে।