ওয়েব ডেস্ক: ভয়াবহ তুষারঝড়ের কবলে মার্কিন যুক্তরাষ্ট্র। এখনও পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বরফের তলায় চাপা পড়েছে ওয়াশিংটন। কার্যত ভেঙে পড়েছে যান চলাচল ব্যবস্থা। শনি-রবিবার বন্ধই থাকছে সরকারি পরিবহণ। সোমবারের মধ্যেও তা স্বাভাবিক হবে কিনা, বলতে পারছে না প্রশাসন। বন্ধ হয়ে গিয়েছে বাস সার্ভিস। পেনসিলভ্যানিয়া অ্যাভেনিউতে দৃশ্যমানতা নেমে দাঁড়িয়েছে আটশো মিটারেরও নিচে।


আশঙ্কা করা হচ্ছে, পুরনো প্রায় সব রেকর্ড ভেঙে প্রায় তিরিশ ইঞ্চি বরফের তলায় চলে যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের সিংহভাগ অংশ। দক্ষিণের প্রদেশগুলি ইতিমধ্যেই বরফের পুরু চাদরে ঢাকা পড়েছে। বিদ্যুত্‍ নেই। বিপর্যস্ত জনজীবন। এত ভয়ঙ্কর তুষারঝড়ে এর আগে কার্যত দেখেননি মার্কিনিরা। ওয়াশিংটন, বালটিমোড়, ম্যানহ্যাটন সহ বহু জায়গায় ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যে ছ হাজার ফ্লাইট বাতিলের কথা ঘোষণা করা হয়েছে। হাইওয়েগুলিও চাপা পড়েছে বরফের পাহাড়ে। বহু প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।