ওয়েব ডেস্ক: রোহিঙ্গা বিতর্কের মধ্যেই মায়ানমার সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মায়ানমার সরকারের উপদেষ্টা আউং সাং সুচির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। দুদেশের মাটি থেকে সন্ত্রাস নির্মূল করার অঙ্গীকার। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে সূচির লড়াইয়ের প্রশংসা করলেন মোদী। গত কয়েকদিন ধরে সেনা-রোহিঙ্গা সংঘর্ষে জ্বলছে মায়ানমারের রাখাইন প্রদেশ। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালাচ্ছে হাজার হাজার রোহিঙ্গা শরণার্থী। তার ঢেউ এসেছে ভারতেও। রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে সরগরম উপমহাদেশ। সুচির সঙ্গে বৈঠক শেষে মোদী বলেছেন, রাখাইনে নিরাপত্তা বাহিনীর ওপর চরম হিংসাত্মক আক্রমণ নিয়ে মায়ানমার যে উদ্বিগ্ন, ভারত সে খবর রাখে। একতা ও সংহতি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে মায়ানমারের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।