ওয়েব ডেস্ক: চাঁদার দাবি না মানায় বাংলাদেশে হামলার মুখে সংখ্যালঘু হিন্দু পরিবার। রবিবার রাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের ঘটনা। ঘটনায় এক আওয়ামি লিগ নেতার আত্মীয় অভি‌যুক্ত বলে জানা গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গৃহকর্তা সুনীল রুইদাস জানিয়েছেন, দিন কয়েক আগে ৩০,০০০ টাকা চাঁদা চেয়েছিল অভি‌যুক্ত অপু ও তুহিন। অভি‌যুক্তরা স্থানীয় আওয়ামি লিগ নেতা মোর্শেদুজ্জামানের আত্মীয়। টাকা দিতে অস্বীকার করায় রবিবার রাতে রবিদাস পরিবারের নির্মিয়মান ঘরে হামলা চালায় কয়েকজন দুবৃত্ত। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় তাঁদের টিনের ঘরটি। মাঝরাতে অতর্কিতে হামলায় হকচকিয়ে ওঠেন বাড়ির মহিলারা। 


আরও পড়ুন - ঘোষণা হল স্টেন্টের নতুন দর, এবার ২৮,০০০-এই মিলবে DES


অভি‌যোগ, মহিলাদের অনুরোধেও নিরস্ত হয়নি দুষ্কৃতীরা। উলটে বাড়ি ছাড়ার সময় ফের হামলা চালানোর হুমকি দিয়ে ‌যায় তারা। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিস আধিকারিক জানিয়েছেন, এখনো লিখিত অভি‌যোগ পাইনি। পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।


ওদিকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর মামলার কোনও বিচার হচ্ছে না বলে অভি‌যোগ করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সভাপতি।