নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশের জামালপুর উপজেলার ইসলামপুরে হিন্দু মন্দিরে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙা হল কালী মূর্তি। মুসলিম প্রধান এই পুরসভায় বিগ্রহ ভাঙার ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে ইসলামপুর থানার পুলিস। বিগ্রহ ভাঙার ঘটনার পরই সেখানে যায় ইসলামপুর থানার অফিসার-ইন-চার্জ শাহিনুজ্জামান খান। ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি জানান, "আমরা তদন্ত করছি।"


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- মাইনাস ৬২ ডিগ্রি! কলকাতার মতোই স্বাভাবিক জীবন চলছে তাদের


সংখ্যালঘুদের ধর্মাচারণে বাধা সংক্রান্ত খবরে লাগাতার শিরোনামে থাকে বাংলাদেশ। হাসিনা জমানায় সে দেশে হিন্দুদের ওপর আক্রমণের ঘটনা নতুন নয়। তবে যে ভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষের ধর্মাচারোণের ওপর আঘাত দিন দিন বাড়ছে তাতে চিন্তায় প্রশাসন। 


আরও পড়ুন- অমরত্ব দিল মৃত্যুর একদিন আগের ফেসবুক পোস্ট


উল্লেখ্য, এর আগেও নারায়ণগঞ্জ-সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দু বিগ্রহ ভাঙার ঘটনা খবরের শিরোনামে এসেছে। প্রতিক্ষেত্রেই সরকার উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানালেও কাজের কাজ হয়নি। 


আরও পড়ুন- প্রয়াত ওপার বাংলার কণ্ঠশিল্পী শাম্মি আখতার