প্রয়াত ওপার বাংলার কণ্ঠশিল্পী শাম্মি আখতার

বাংলার লোকগানের সুর ছায়াছবির কাঠামোর মধ্যে দিব্বি বেঁধে ফেলতে পারতেন শাম্মি আখতার। 'ভালবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না' গানটির জন্য বাংলাদেশের জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কার। 

Updated By: Jan 17, 2018, 11:29 AM IST
প্রয়াত ওপার বাংলার কণ্ঠশিল্পী শাম্মি আখতার

ওয়েব ডেস্ক: প্রয়াত প্রখ্যাত বাংলা প্লে ব্যাক গায়িকা শাম্মি আখতার। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর মঙ্গলবার মৃত্যু হয় তাঁর। বাংলাদেশি চলচ্চিত্রে একাধিক কালজয়ী গান উপহার দিয়েছে তাঁর কণ্ঠ। শিল্পীর প্রয়ানে শোকের আবহ সীমান্তের দু'পারেই। 

 দীর্ঘ ৫ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন শাম্মি আখতার। মঙ্গলবার বিকেল ৪.৩০ মিনিট নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

আরও পড়ুন - লোয়ার বার্থে বাড়তি ভাড়া, নতুন নিয়ম চালু করতে পারে রেল

বাংলার লোকগানের সুর ছায়াছবির কাঠামোর মধ্যে দিব্বি বেঁধে ফেলতে পারতেন শাম্মি আখতার। 'ভালবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না' গানটির জন্য বাংলাদেশের জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কার। 

'আমার নাওয়ে পার হইতে লাগে ষোলো আনা', 'আমার মনের বেদনা বন্ধু ছাড়া বুঝবে না', 'এই রাত ডাকে, এই চাঁদ ডাকে, হায় তুমি কোথায়', শাম্মি আখতারকে অমর করে রাখবে এই সব গান। 

শাম্মি আখতারের প্রয়ানে শোকজ্ঞাপন করেছে বাংলাদেশের শিল্পীকূল। 

 

.