নিজস্ব প্রতিবেদন: মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস ছেয়ে গিয়েছে 'হাউডি মোদী'র পোস্টার, ব্যানারে। সভা ঘিরে এখন প্রস্তুতি তুঙ্গে। উত্তেজনায় ফুটছেন অনাবাসী ভারতীয়রা। আর সভার আকর্ষণ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। আগে ভাবা হচ্ছিল, 'ক্যামিও চরিত্রে' থাকবেন ডোনাল্ড ট্রাম্প। রবিবার হিউস্টনে ঐতিহাসিক সভায় প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট থাকবেন একই মঞ্চে। কাশ্মীর আবহে দুই রাষ্ট্রপ্রধানের এক মঞ্চে থাকাটা তাত্পর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হাউ ডু ইউ ডু মোদী বা টেক্সাসের চলতি ভাষায় হাউডি মোদী। রবিবার আমেরিকার হাউস্টনে ভারতের প্রধানমন্ত্রীর মেগা শো। আয়োজক, আমেরিকায় বসবাসকারী মার্কিন নাগরিকরা। এনিয়ে তৃতীয়বার অনাবাসী ভারতীয়দের সামনে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবারের সভা আরও গুরুত্বপূর্ণ। বিশেষ করে কাশ্মীর আবহে যখন পাকিস্তান ভারতকে বিশ্বের কাছে কোণঠাসা করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। সভায় থাকবেন ডোনাল্ড ট্রাম্পও। নিঃসন্দেহে কেন্দ্রের বিজেপি সরকারের কাছে  বাড়তি পাওনা। দুই রাষ্ট্রপ্রধানকে একসঙ্গে দেখার উন্মাদনা চড়ছে মার্কিন মুলুকে। ভারতের সঙ্গে বাণিজ্যের নতুন সমীকরণ ঘোষণা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। বড় ঘোষণা হলে বিশাল অ্যাডভান্টেজ পাবেন মোদী।       



টেক্সাসের হাউস্টনের এনআরজি স্টেডিয়ামের এই সভায় থাকতে চেয়ে ইতিমধ্যেই ৫০ হাজার নাম নথিভূক্ত হয়ে গিয়েছে। সংখ্যাটা ১  লক্ষেও পৌছলেও অবাক হওয়ার কিছু থাকবে না। আমেরিকার মাটিতে কোনও বিদেশি রাষ্ট্রপ্রধানের সভায় এত লোক আগে হয়নি। ভারত-আমেরিকা দুই দেশই মনে করছে, দুই দেশের সম্পর্ক ঝালিয়ে নিতে এই মঞ্চ অনবদ্য। 


 ইতিমধ্যেই  কাশ্মীর ইস্যুতে কার্যত গোটা বিশ্বই ভারতের পাশে। এবার ট্রাম্প-মোদীর একমঞ্চ থেকে বার্তা পাকিস্তানের বিড়ম্বনা বাড়াবে মনে মনে করছে আন্তর্জাতিক মহল। 


আরও পড়ুন- দেবাঞ্জন ক্ষমা চাননি, ভালো মানুষ সাজার চেষ্টা করছেন বাবুল: অতিবাম সংগঠন ইউএসডিএফ