ধেয়ে এল সমুদ্র থেকে বিশাল জলস্তম্ভ, তার পর...দেখুন ভিডিয়ো
চ্যানেল নিউজ এশিয়া সংবাদমাধ্যম সূত্রে খবর, তানজং টকং সৈকতে হঠাতই এমন জলস্তম্ভ দেখা যায়। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হলেও, এমন ‘বিরল’ দৃশ্য দেখতে রাস্তায় নেমে পড়েন তাঁরা
নিজস্ব প্রতিবেদন: সোমবার দুপুরে মালয়েশিয়ার সৈকতে আছড়ে পড়ল বিশাল জলস্তম্ভ। টর্নেডোর মতোই সমুদ্রের উপর দিয়ে রুদ্ধশ্বাসে ছুটে কুণ্ডলী পাকানো জলস্তম্ভ দেখে উচ্ছ্বসিত পেনাং দ্বীপপুঞ্জের বাসিন্দারা। কেউ কেউ ক্যামেরাবন্দি করেন। যা সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়ে যায়।
চ্যানেল নিউজ এশিয়া সংবাদমাধ্যম সূত্রে খবর, তানজং টকং সৈকতে হঠাতই এমন জলস্তম্ভ দেখা যায়। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হলেও, এমন ‘বিরল’ দৃশ্য দেখতে রাস্তায় নেমে পড়েন তাঁরা। কেউ আবার বহুতলের ব্যালকনি থেকে ওই জলস্তম্ভের ক্যামেরাবন্দি করেন। তবে, জানা যাচ্ছে সৈকতে আছড়ে পড়ার আগেই দুর্বল হয়ে পড়ে জলস্তম্ভটি। বিশেষজ্ঞদের মতে, ঠাণ্ডা এবং অস্থির বাতাস যখন উষ্ণ জলস্তরের উপর বয়ে যায়, সে সময় সমুদ্রপৃষ্ঠের জলকণা নিয়েই তৈরি হয় জলস্তম্ভ। কার্যত টনের্ডোর মতোই কুণ্ডলী পাকিয়ে সামনের দিকে এগিয়ে যায়। তবে, এমন দৃশ্য বিরল নয় বলে দাবি বিশেষজ্ঞদের।
স্থানীয় এক বাসিন্দা বলেন, প্রথমে ভেবেছিলাম টর্নেডো ধেয়ে আসছে। ভয় পেয়ে গিয়েছিলাম। পরে বোঝা যায়, ওটা জলস্তম্ভ। তীরে পৌঁছনোর আগেই ভেঙে পড়ে এটি। তবে, গার্ডিয়ান সূত্রে খবর, সৈকতের বেশ কিছু বহুতলের ছাদ ক্ষতিগ্রস্ত হয়। তবে, প্রাণহানির কোনও খবর নেই।