ওয়েব ডেস্ক: উচ্চতা ১ হাজার ৭০ ফুট। পাহাড়ের শরীর বেয়ে তৈরি বাড়ি, যার সিঁড়ির কাজ করে এই লিফট্‌। ভার্টিগো নেই যাদের, তাঁরা এই রোমাঞ্চে একবার রোমাঞ্চিত হতেই পারেন। তবে যার উচ্চতায় ভয়, সে উপরে লিফটে্‌র দিকে তাকালেও মাথাটা চক্কর খেয়ে যেতে পারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই আশ্চর্য বানিয়েছে চিন। কমিউনিস্ট দেশের 'বাইলং এলেভেন্টর' এখন সারা বিশ্বের বিস্ময়। এক একটা ছবি সোশ্যাল মিডিয়াতে আসতেই তা ছড়িয়ে পড়ছে ফেসবুক গ্রাহকদের দেওয়ালে দেওয়ালে।


২ মিনিটেই এই লিফট্‌ ০ থেকে পৌঁছে দেবে  ১ হাজার ৭০ ফুট উচ্চতায়। একবারে ৫০ জন এই লিফটে্‌ সওয়ার হতে পারবেন। চিনের ঝাংজিয়াজি ফরেস্ট পার্কেই এই আশ্চর্যের অবস্থান। চিনের মানুষের মুখে মুখে যার পরিচয়, 'Hundred dragons sky lift'।