ওয়েব ডেস্ক : শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে শতাধিক মানুষের মৃত্যু। নিখোঁজ শতাধিক। দক্ষিণ ও পশ্চিম শ্রীলঙ্কার প্রায় আড়াই লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। প্রায় ২০ হাজার মানুষকে ঘরবাড়ি ছাড়তে হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কালুতারা জেলা। সেখানে কমপক্ষে ৫টি ভূমিধসের ঘটনা ঘটেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ১৭ বছরের সন্তান খড়া কাটিয়ে একসঙ্গে ৬ শিশুর জন্ম দিলেন আজিবোলা


কেলানি নদীর কাছাকাছি বসবাসকারী মানুষদের বাড়ি ছেড়ে যাওয়ার নোটিস দিয়েছে দুর্যোগ ব্যবস্থা কেন্দ্র। দুর্যোগ মোকাবিলায় নৌবাহিনীর একটি জাহাজ পাঠিয়েছে ভারত। শ্রীলঙ্কার সেনাবাহিনীর উদ্ধারকারী নৌকা ও হেলিকপ্টার বহরের সঙ্গে যোগ দিয়েছে নয়াদিল্লির এই জাহাজ। দুর্যোগ মোকাবিলায় রাষ্ট্রসঙ্ঘের সহায়তা চেয়েছে শ্রীলঙ্কা সরকার। ২০০৩-এর বন্যার চেয়েও এটিকে ভয়াবহ মনে করা হচ্ছে। সেসময় কমপক্ষে ২৫০ জনের মৃত্যু হয়।