জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনকে ফেডারেল আগ্নেয়াস্ত্রের অভিযোগে বৃহস্পতিবার অভিযুক্ত করা হয়েছে। জানা গিয়েছে ২০১৮ সালের অক্টোবরে তিনি একটি আগ্নেয়াস্ত্র কেনার সময় নিজের মাদক ব্যবহার সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছিল। ডেলাওয়্যারের একটি ফেডারেল আদালতে জমা করা অভিযোগ অনুযায়ী, হান্টার বাইডেন স্বীকার করেছেন যে তিনি সেই সময় কোকেনের আসক্তির সঙ্গে লড়াই করছিল। মাদকের অপব্যবহার এবং আসক্তির সঙ্গে তার যুদ্ধ সম্পর্কে এর আগেও বিস্তারিত আলোচনা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এর আগে একটি ম্যাগাজিনের লেখায়, হান্টার বাইডেন বিশদভাবে বর্ণনা করেছেন যে কীভাবে তিনি অল্প বয়সে মদ্যপান শুরু করেছিলেন এবং আসক্তির ‘কখনও শেষ না হওয়া গহ্বর’ থেকে বাঁচতে কীভাবে লড়াই করেছিলেন।


আরও পড়ুন: Libya: অবিশ্বাস্য! একটি ঝড়ে ২০০০০ মৃত্যু, নিখোঁজ অসংখ্য! দুর্যোগের রাক্ষুসে থাবার নীচে গোটা শহর...


হান্টার বিডেন নিউ ইয়র্কারকে বলেছিলেন, ‘প্রতিটি পরিবারেই আসক্তি রয়েছে। আমি সেই অন্ধকারে ছিলাম। আমি সেই সুড়ঙ্গে ছিলাম। এটি একটি অন্তহীন সুড়ঙ্গ। আপনি এটি থেকে পরিত্রাণ পাবেন না। আপনি এটির সঙ্গে কীভাবে মোকাবিলা করবেন তা নির্ধারণ করুন’।


হান্টার তার কিশোর বয়সে মদ্যপান শুরু করেন এবং জর্জটাউনে তার কলেজের বছরগুলিতে ধূমপান এবং কোকেন ব্যবহার শুরু করেন।


আরও পড়ুন: Nubian Sandstone Aquifer: আশার আলো নাকি বিপর্যয়ের ইঙ্গিত? মরুভুমির নিচে অনন্ত জলের ভাণ্ডার


রিপর্টে জানা গিয়েছে, ‘একবার, কোকেন কেনার আশায়, তাকে কেউ এক টুকরো ক্র্যাক বিক্রি কতে দিয়েছিল। কিন্তু তিনি নিশ্চিত ছিলেন না কিভাবে কোকেন সেবন করবেন’। হান্টার বলেন, 'আমার স্টেম ছিল না,' 'আমার কাছে পাইপ ছিল না।' ইমপ্রোভাইজ করে, তিনি একটি সিগারেটের মধ্যে ক্র্যাকটি ভরে ধূমপান করেন। 'এটির খুব বেশি প্রভাব পড়েনি,' বলে তিনি জানিয়েছেন।


হান্টার বিডেন ২০০০-এর দশকে সাত বছর ধরে আসক্তি থেকে দূরে থাকতে সক্ষম হয়েছিলেন। যদিও তাঁর আসক্তি ফিরে আসে যখন তিনি ২০১০ সালের নভেম্বরে স্পেনে ব্যবসায়িক ভ্রমণ থেকে ফেরার সময় বিমানে তিনটি ব্লাডি মেরি পান করেছিলেন। এরপর তিনি গোপনে এই অভ্যাস চালিয়ে যান। ম্যাগাজিনের প্রতিবেদনে যান গিয়েছে তাঁর পরিবারের কথা মেনে তিনি চিকিৎসার জন্য যান। ২০১৩ সালে অসুস্থ হয়ে পড়ার পরে তাঁকে ওপিওড দেওয়া হয়। এরপরে তিনি আসক্তি ফিরে আসার কথা বুঝতে পারেন। প্রতিবেদনে প্রাক্তন স্ত্রী ক্যাথলিনের সাথে তার বিয়ে ভেঙে যাওয়ার কথাও বলা হয়েছে।


হান্টার বাইডেনকে মিথ্যা বিবৃতি দেওয়ার দুটি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। দাবি করা হয়েছে একটি কোল্ট রিভলভার কেনার সময় বিভিন্ন ফর্মে তিনি দাবি করেন যে তিনি ডেলাওয়্যারে অবৈধভাবে ড্রাগ ব্যবহার করছেন না।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)