নিজস্ব প্রতিবেদন: হ্যারিকেন ফ্লোরেন্সের তাণ্ডবে তোলপাড় মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ও দক্ষিণ ক্যারোলিনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সাড়ে তিনশো কিলোমিটার এলাকাজুড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি, হাঁটু সমান জল দাড়িয়ে রয়েছে রাস্তাঘাটে। ঝড়ের ফলে ইতিমধ্যেই ৫ জনের মৃত্যু হচ্ছে। ঘরছাড়া লাখ খানেক মানুষ। কমপক্ষে দশ লাখ বাড়িতে বিদ্যুত নেই। ঝড়ের দাপট আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।


আরও পড়ুন-মাঝেরহাট উড়ালপুল দুর্ঘটনায় দায়ী ৮ সরকারি আধিকারিকের গাফিলতি


উত্তর ক্যারোলিনার গভর্নর রয় কুপার সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ঝড়ের দাপট মারাত্মক। এটা কমার আপাতত কোনও সম্ভাবনা নেই। প্রসঙ্গত, উত্তর ক্যারোলিনার ওয়লিংটনে গাছ পড়ে মারা গিয়েছেন এক শিশু ও তা মা। শিশুটির আহত বাবা এখন হাসপাতালে ভর্তি।


মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের ওই বিশাল এলাকায় অধিকাংশ রাস্তায় জল দাঁড়িয়ে গিয়েছে। কোনও কোনও এলাকায় বাড়িঘরের একতলা জলের তলায় চলে গিয়েছে। ভেসে গিয়েছে অধিকাংশ নদী।


আরও পড়ুন-বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতো খুনে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন জেলা সভাধিপতির ছেলে 


ঝড় যে আসছে তার পূর্বাভাস আগেই দিয়েছিল মার্কিন উপগ্রহ চিত্র। এনিয়ে ক্যারোলিনাকে সতর্ক করেছিল দেশের হ্যারিকেন সেন্টার। বৃহস্পতিবার ঘূর্ণিঝড়ের মাত্রা কমিয়ে ১ করেছিল ন্যাশনাল হ্যারিকেন সেন্টার। তবে ঝড়ের তীব্রতা ও বৃষ্টির কারণে তা ভয়ঙ্কর হতে পারে বলেও সতর্ক করা হয়েছিল। সেটাই দেখা গেল শনিবার। লোকজন এখন আশ্রয় নিয়েছেন বহু আশ্রয় শিবিরে। এদের সংখ্যা ক্রমশই বাড়ছে।