হাওয়াই দ্বীপে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় লেস্টার
মেডিলিনের রেশ কাটতে না কাটতেই হাওয়াই দ্বীপে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় লেস্টার। প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা। উত্তাল সমুদ্রে পর্যটকদের নামতে নিষেধ করেছে প্রশাসন।
ওয়েব ডেস্ক: মেডিলিনের রেশ কাটতে না কাটতেই হাওয়াই দ্বীপে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় লেস্টার। প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা। উত্তাল সমুদ্রে পর্যটকদের নামতে নিষেধ করেছে প্রশাসন।
এছাড়া, কম্পন প্রবণ ওকলাহামায় ফের ভূমিকম্প। ভারতীয় সময় সন্ধে সাড়ে ছটা নাগাদ কম্পন অনুভূত। রিখটার স্কেলে তীব্রতা পাঁচ দশমিক ছয়। কেন্দ্রস্থল উত্তরপশ্চিম পনি প্রদেশ।
এছাড়াও, সন্তানের বয়স মাত্র দশদিন। তাই নবজাতককে একদম কোলছাড়া করতে রাজি নয় মা হোমি। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে বাবা মোতুবাও। ফলে ফিলাডেলফিয়া চিড়িয়াখানায় সদ্য জন্মানো লোল্যান্ড গোরিলাছানা ছেলে না মেয়ে, বুঝতে পারছে না কর্তৃপক্ষ। যদিও তাতে হেলদোল নেই দর্শকদের। নতুন অতিথিকে দেখতে প্রতিদিনই বাড়ছে ভিড়।