ওয়েব ডেস্ক: নিজের স্ত্রীকে খুন করার পর হাত মুছে ছবি তুলল স্বামী। তারপর ল্যাপটপ খুলে সেই ছবি পোস্ট করল ফেসবুকে। নিজের হাতে খুন করা স্ত্রী-র মৃতদেহের সঙ্গে তাদের হানিমুনের ছবিও পোস্ট করে ডেরেক মেদিনা নামের সেই স্বামী। ফেসবুক পোস্টে খুনের কথা স্বীকার করে স্বামী লিখল, আমার স্ত্রীকে খুন করার আমি জেলে যাচ্ছি। সেই সঙ্গে তিনি লেখেন আমার বন্ধুরা সবাই ভাল থাকবেন। কিন্তু খুন করলেন কেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেই ঘাতক স্বামী লিখেছেন, বেশ কয়েক দিন ধরেই তার স্ত্রী মানসিক নির্যাতন চালাচ্ছিল। তা সহ্য করতে না পেরেই ও খুন করলাম। আমার আর কোনও উপায় ছিল না। ফেসবুকের এমন পোস্টের পরই সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। পুলিস এসে যখন ঘাতক স্বামী গ্রেফতার করছে। তখন সিড়ির এককোণে মায়ের মৃতদেহের পাশে বসে কাঁদছে ওদের ১০ বছরের মেয়ে।


বাচ্চা মেয়েটাই বলল, বাবা মাকে অন্তত ৮বার গুলি করে মারল, আমি গুনেছি। ফেসবুক পোস্টটি অবশ্য ডিলিট করে ফেলে হয়। মজার কথা ঘাতক স্বামী ছিলেন পেশায় একজন লেখক। ক মাস আগে যিনি লেখেন 'সফলভাবে বিয়ে টাকার উপায়' নামের একটি বই। এই অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি হয়েছে। ঘটানাটি ঘটেছে আমেরিকার সাউথ মিয়ামিতে।