নিজস্ব প্রতিবেদন: ফের ইমরান খানের (Imran Khan) মুখে ভারতের প্রশংসা। পেট্রোপণ্যের আকাশ খোঁয়া দাম নিয়ে পাক প্রশাসনের কঠোর সমালোচনা করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। শেহবাজ শরিফ সরকারের সমালোচনা করলেন তিনি।
 
তেহরিক ই-ইনসাফের প্রধান অভিযোগ করেন, শেহবাজ শরিফের সরকার পেট্রল-ডিজেলের দাম লিটারে ৩০ টাকা বাড়িয়েছে। তাঁর কথায়, "এই সরকার মানবদরদি নয়। দেশের মানুষের প্রতি বর্তমান পাক সরকারে কোনও সহানুভূতি নেই।"  ইমরান খানের (Imran Khan) অভিযোগ, ২০ শতাংশ বেশি দামে তেল কিনছে পাকিস্তান। তাই তাঁদের পেট্রল-ডিজেলের জন্য লিটারে ৩০ টাকা বেশি দাম গুণতে হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এর সঙ্গে ভারতের উদাহরণ টেনে তিনি জানান, আমেরিকার সঙ্গে ভাল কূটনৈতিক সম্পর্ক হওয়ার পরেও, রাশিয়ার থেকে কম দামে তেল কিনছে ভারত। সেজন্যই পেট্রল-ডিজেলের দাম ২৫ টাকা কমাতে পারে ভারত সরকার। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)