ওয়েব ডেস্ক: শালভ কুমার, 'আমেরিকার এখন একজন অরাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়োজন, যিনি দেশ চালাবেন', তিনিই প্রথম এমনটা ভেবেছিলেন, আর সেই মতই আমেরিকার ভারতীয়দের যেভাবে প্রভাবিত করে ডোনাল্ড ট্রাম্পকে সাফল্য এনে দিলেন, তা দেখে তাজ্জুব গোটা বিশ্ব। ভারতে নরেন্দ্র মোদী, আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প, স্লোগান ছিল হুবুহু এক। ভারতে স্লোগান ছিল, "আপকি বার মোদী সরকার", আর প্রবাসে সেই স্লোগানেই বসে গেল ডোনাল্ড ট্রাম্পের নাম। আমেরিকার ভারতীয়দের মুখে মুখে প্রচারিত হল, "আপকি বার ট্রাম্প সরকার"। ওষুধ এক, আর ফলও এক। আমেরিকার মসনদে সব 'মিডিয়া জ্যোতিষ'কে হারিয়ে হাতির পিঠে চেপে হোয়াইট হাইসের 'ডন' হলেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


"নমস্কার। আমেরিকায় ট্রাম্প সরকার এসে গিয়েছে। আর এতে মোদী সরকার এবং ট্রাম্প সরকারের মেল বন্ধনেই তৈরি হবে ভারত ও আমেরিকার নতুন সেতুবন্ধন", বলছেন ডোনাল্ড ট্রাম্পের প্রচারক শালভ কুমার। 



গোটা একটা বছর প্রচারে ছিলেন, প্রবাসী ভারতের কাছে তাঁর বার্তাই প্রাধান্য পেয়েছে সব থেকে বেশি। কী বলছেন সেই শালভ কুমার? দেখুন ভিডিও-