অস্ট্রেলিয়াকে ডেকে চিনকে চাপে রাখল ভারত
চিনের উপর চাপ বাড়াতে এ বার মালাবার নৌ-মহড়ায় অস্ট্রেলিয়াকেও ডাকল ভারত।
নিজস্ব সংবাদদাতা: এখন আর ভারত চিনের চোখ রাঙানিকে ভয় পায় না। বরং চোখে চোখ রেখে কথা বলতে পারে। সম্ভবত এটাই বোঝাতে গিয়ে চিনের আপত্তি সত্ত্বেও ভারত মালাবার নৌ-মহড়ায় অস্ট্রেলিয়াকে ডেকে নিল।
১৯৯২ সাল থেকে এই মালাবার নৌ মহড়া চলছে। প্রথমে ভারত ও আমেরিকা এই মহড়ায় অংশ নিত। ২০১৫ সালে জাপানও যুক্ত হল। তাতেও চিনের আপত্তি ছিল। অস্ট্রেলিয়া দীর্ঘদিন ধরেই এই নৌ মহড়ায় অংশ নিতে চাইত। কিন্তু তাদের ডাকা হত না। ২০০৭ সালে তারা একবার অংশ নিয়েছিল। কিন্তু চিনের আপত্তিতে ভারত আর তাদের নৌ মহড়ায় ডাকেনি।
এখন সময় বদলেছে। চিনের সঙ্গে ভারতের বৈদেশিক সম্পর্ক এখন এতই খারাপ যে, ভারত আর বেজিং-এর আপত্তি মাথায় রাখছে না। বিদেশ মন্ত্রকের তরফে দেওয়া বিবৃতিতে অবশ্য বলা হয়েছে, ভারত সামুদ্রিক নিরাপত্তা নিয়ে অন্য দেশের সহযোগিতাও চায়। সে কারণেই মালাবার নৌ মহড়ায় অস্ট্রেলিয়াকেও ডাকা হয়েছে।
সামরিক শক্তির এই তালিকায় ভারতের চেয়ে এক ধাপ এগিয়ে চিন৷ যুক্তরাষ্ট্র আর রাশিয়ার ঠিক পরে, অর্থাৎ তিন নম্বরে চিন। ভারত আছে চার নম্বরে৷
এখন কথা হল, মালাবার নৌ মহড়ায় অস্ট্রেলিয়াকে অন্তর্ভুক্ত করে চিনকে সত্যিই ঠিক কতটা চাপে রাখা যাবে!
আরও পড়ুন: দুর্গার ছবিতে ট্রাম্প-কমলা! গরম আমেরিকার ভোট-বাজার!