ওয়েব ডেস্ক: গণেশ ঠাকুর ভেড়ার মাংস খাচ্ছেন। একটি বিজ্ঞাপনে দেখানো হয়েছে সেই দৃশ্য। আর যা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে অস্ট্রেলিয়ায়। হইচই পড়ে গিয়েছে অস্ট্রেলিয়ায় বসবাসকারী ভারতীয়দের মধ্যেও। ইতিমধ্যেই এবিষয়ে অস্ট্রেলিয়াকে কড়া বার্তা দিয়েছে ভারত। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এ ধরনের বিজ্ঞাপন কখনই মেনে নেওয়া হবে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিষয়টি এবার খোলসা করে বলা যাক..


বিজ্ঞাপনটির নাম, 'ইউ নেভার ল্যাম্ব এগেন'। অস্ট্রেলিয়ার এক মিট ইন্ডাস্ট্রি লবি এটা তৈরি করেছে। বিজ্ঞাপনটিতে দেখানো হয়েছে, গণেশ একাই নন, এক টেবিলে বসে রয়েছেন নানা ধর্মের ঈশ্বররা।তাঁরা প্রত্যেকেই ভেড়ার মাংস খাচ্ছেন। এঁরা হলেন বুদ্ধ, যীশু, গণেশ ও সায়েন্টোলজি প্রতিষ্ঠাতা এল রন হাবার্ড।


ভারতীয় ধর্ম অনুসারে, গণেশ নিরামিশাষী। আর আপত্তি সেখানেই।হাইকমিশন এক বিবৃতিতে বলেছে, এই বিজ্ঞাপন অস্ট্রেলিয়ায় প্রবাসী ভারতীয়দের ধর্মীয় আবেগে আঘাত করেছে । ক্যানবেরার ভারতীয় হাইকমিশন এ ব্যাপারে অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট বিভাগগুলিকে কড়া জবাবও দিয়েছে।


যে সংস্থা বিজ্ঞাপনটি দিয়েছে, তাদের অবশ্য বক্তব্য, এতে আপত্তিকর কিছু নেই। 


দেখুন সেই ভিডিও..