নিজস্ব প্রতিবেদন:  মার্কিন প্রশাসনে থাকছে ভারতীয় ধমনি। ভাইস প্রেসিডেন্টের পর এবার বিশ্বমারী মোকাবিলায় টাস্ক ফোর্স তৈরি করছেন মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন। সপ্তাহ শুরুতেই টাস্ক ফোর্সের সদস্যের নাম ঘোষণা করবেন তিনি। সেই সদস্য পদে থাকতে পারেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক বিবেক মূর্তি। বারাক ওবামা বিবেককে ২০১৪ সালে আমেরিকার সর্জেন জেনারেল পদে নিয়োগ করেছিলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর বিবেককে পদত্যাগ করতে বলেন। এখনও সেই বিবেকই হতে চলেছে কোভিড- মোকাবিলা টাস্ক ফর্সের সহ সভাপতি।


আরও পড়ুন: ভারতীয় মায়ের মেয়ে মার্কিন মুলুকে ভাইস প্রেসিডেন্টের পদে, গড়ল ইতিহাস


ওয়াশিংটনের এক সংবাদ প্রতিবেদনে বলা হয়, টাস্ক ফোর্সের সহ সভাপতি হবে দুজন- বিবেক মূর্তি ও ডেভিড কেসলার।


শনিবার জো বাইডেন বলেন, এক জোট হয়ে বিভাজন ভুলে বেহাল অর্থনীতিকে দাঁড় করাতে হবে। যার জন্য প্রথমেই করোনার সঙ্গে লড়তে হবে। জয়ের মঞ্চ থেকে স্পষ্ট করে বলেন, ট্রাম্প অনুগামীরা শত্রু নয়, সবাই আমরা আমেরিকাবাসী।   প্রসঙ্গত, কমলা হ্যারিস আমেরিকার প্রথম ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট। তিন মহাদেশের ধমনি তাঁর শরীরে- আফ্রিকা আমেরিকা এবং এশিয়া। ভারতীয় মায়ের কৃষ্ণাঙ্গ মেয়ে হোয়াইট ‘হাউসে’, ইতিহাস রচনা করলেন কমলা হ্যারিস।


আরও পড়ুন: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্পর্কে অজানা ১১ টি বিষয়, জেনে নিন


প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই বিভাজনের রাজনীতিকে আমেরিকা থেকে মুছে ফেলতে চাইছেন জো বাইডেন। আমেরিকাকে ঐক্যবদ্ধ করার জন্য বদ্ধপরিকর তিনি। বিশ্বমারী পরিস্থিতিতে দেশের বেহাল অর্থনীতির উন্নয়নই হবে তাঁর মূল লক্ষ্য এমনই বার্তা ফুটে উঠছ তাঁর কথায়। বিশ্বের দরবারে আমেরিকাকে সম্মানজনক স্থানে পৌঁছে দিতে চান প্রেসিডেন্ট-ইলেক্ট বাইডেন।