জি ২৪ ঘম্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় পাসপোর্টের মর্যাদা বাড়ল। ইরানে যেতে গেল এবার ভিসার প্রয়োজন হবে না ভারতীয়দের। প্রতি ৬ মাসে ভারতীয়রা ভিসা ছাড়াই ইরানে যেতে পারবেন। থাকতে পারবেন ১৫ দিন। তবে থাকার মেয়াদ কোনও অবস্থাতেই বাড়ানো হবে না। ৪ ফেব্রুয়ারি থেকে ওই ব্যবস্থা চালু করার কথা জানিয়েছিল ইরান সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- খুব শীঘ্রই বেআইনি চাকরি বাতিল হবে, প্রাথমিকে নিয়োগ মামলায় কড়া মন্তব্য হাইকোর্টের


ইরানের সঙ্গে ভারতের ভাল সম্পর্ক বহুদিনের। জ্বালানি তেলের একটা বড় অংশ ইরান থেকে আমদানি করেছে ভারত। এবার সেই ভারতের জন্য ভিসা ব্য়বস্থা প্রয়া তুলে দিল ইরান সরকার। তবে বিনা ভিসায় ভারতীয়দের সেদেশে ভ্রমণের ব্যাপারে কিছু  শর্ত রেখেছে তেহরান।


## সাধারণ পাসপোর্টেই ইরানে ঢুকতে পারবেন ভারতীয়রা। কোনও ভিসা লাগবে না। তবে যাওয়া যাবে প্রতি ৬ মাসে একবার। থাকা যাবে ১৫ দিন। ওই মেয়াদ কোনওভাবেই বাড়ানো হবে না।


## একমাত্র পর্যটকদের জন্য ওই ভিসার সুবিধে দেওয়া হবে।


## কেউ যদি ওই ভিসা ছাড়াও ৬ মাসের মধ্যে আরও ভিসা পেতে চান তাহলে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তার ব্যবস্থা করতে হবে।


## একমাত্র বিমানেই ওই ভিসা নিয়ে ইরানে ঢোকা যাবে।


একসময় ইরানই ছিল ভারতে প্রধান তেল রফতানিকারী দেশ। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আমলে ইরানের উপরে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র। তার ফলে তেলের জন্য অন্য দেশের উপরে নির্ভর করতে শুরু করে ভারত। গত বছর নভেম্বরে ভারতের বিদেশ সচিব বিনয় খাটকার সহ্গে বৈঠক হয় ইরানি বিদেশ সচিব হোসেন আমিরের। ইজরায়েল-হামাস লড়াই সহ একাধিক বিষয় নিয়ে দুদেশের মধ্যে আলোচনা হয়। তার পরেই ভারতের জন্য এই সুবিধে দিল ইরান।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)