ওয়েব ডেস্ক : ডোকালা থেকে অবিলম্বে ভারত সেনা প্রত্যাহার না করলে সামরিক অভিযান বাধ্যতামূলক হয়ে দাঁড়াচ্ছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এই লড়াই এখন শুধুই সময়ের অপেক্ষা। আজ এক চিনা সংবাদপত্রে এমনই খবর প্রকাশিত হয়েছে। এদিকে, এই খবর প্রকাশের কড়া সমালোচনা করেছে দিল্লি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত কয়েকমাস ধরে ভারত-ভূটান-চিন সীমান্তে থাকা ডাকালা উপত্যকা নিয়ে দুই দেশের মধ্যে উত্যাপ বেড়েই চলেছে। ভারত ও ভূটানের দাবি ডোকালা থিম্পুর অংশ। অন্যদিকে চিনের দাবি, এই উপত্যকায় তাদের অধিকার রয়েছে।


এই টানাপোড়েনকে সামনে রেখে ডোকালা সীমান্তে ভারত ও চিন তাদের সামরিক শক্তি বাড়িয়েই চলেছে। এই পরিস্থিতিতে এবার চিনা সংবাদ পত্রে প্রকাশিত এই খবর যথেষ্টই বিড়ম্বনায় পড়েছে ভারত।


আরও পড়ুন- ভারত-চিন তিক্ততার মাঝেই বেজিংয়ে দোভাল-জিয়েচি বৈঠক