ওয়েব ডেস্ক: ইসলামিক স্টেটের কোনও সীমান্ত নেই। সিরিয়ার রাজধানী রাকা থেকে সন্ত্রাসের ব্লু প্রিন্ট তৈরি করে সারা বিশ্বব্যাপী নারকীয়তার প্রদর্শনই ISIS-এর মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। ইসলামকে সামনে রেখে কেবল খুন, রক্ত আর সন্ত্রাসের ভয়াবহ ছবি সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে জেহাদি-জঙ্গী সংগঠন ISIS। আত্মঘাতী বোমা থেকে, গাড়ি বোমা এমনকি মিসাইল-মারণ অস্ত্র তৈরি করছে  শিক্ষিত ও কারিগরিভাবে দক্ষ পেশাদাররা।   কীভাবে কোথায় কখন সন্ত্রাস হবে তাঁর নকশা তৈরি হয় ISIS-এর হেডকোয়ার্টারে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বোমা তৈরির এক্সক্লুসিভ ভিডিও, দেখুন-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING