ইরাকি সেনা ও মোবিলাইজেশন ফোর্সের জোড়া আক্রমণে ইরাকে ক্রমশ কোণঠাসা হচ্ছে আইএস
ইরাকি সেনা ও মোবিলাইজেশন ফোর্সের জোড়া আক্রমণ। ইরাকে ক্রমশ কোণঠাসা হচ্ছে আইএস। রবিবার পশ্চিম ইরাকি শহর আনবারের দখল নিল সেনা। পরিসংখ্যান বলছে ২০১৪-য় হাতে থাকা ঘাঁটির পঞ্চাশ শতাংশই হাতছাড়া হয়েছে আইএসের। গতকয়েকমাসে is জঙ্গিদের দখলে থাকা একাধিক জঙ্গি ঘাঁটি হাতছাড়া হয়েছে। গত সপ্তাহেই বাগদাদ থেকে পঞ্চাশ মাইল দূরে আল খলদিয়ায় আইএস ঘাঁটির দখল নেয় সেনা। তবে, হাত গুটিয়ে বসে নেই ISও।
ওয়েব ডেস্ক: ইরাকি সেনা ও মোবিলাইজেশন ফোর্সের জোড়া আক্রমণ। ইরাকে ক্রমশ কোণঠাসা হচ্ছে আইএস। রবিবার পশ্চিম ইরাকি শহর আনবারের দখল নিল সেনা। পরিসংখ্যান বলছে ২০১৪-য় হাতে থাকা ঘাঁটির পঞ্চাশ শতাংশই হাতছাড়া হয়েছে আইএসের। গতকয়েকমাসে is জঙ্গিদের দখলে থাকা একাধিক জঙ্গি ঘাঁটি হাতছাড়া হয়েছে। গত সপ্তাহেই বাগদাদ থেকে পঞ্চাশ মাইল দূরে আল খলদিয়ায় আইএস ঘাঁটির দখল নেয় সেনা। তবে, হাত গুটিয়ে বসে নেই ISও।
আরও পড়ুন সিল্ক কিংবা বিদ্যা বালানেরই যেন, বাস্তব জীবন বলিউডের এই অভিনেত্রীর
পাল্টা আঘাত হানছেইসলামিক জঙ্গি সংগঠনটিও। উত্তর ইরাকে একাধিক তেলখনিকে নিশানা করছে তারা। রবিবার কিরকুকে থেকে ১৫ কিলোমিটার দূরে গ্যাস কম্প্রেসর স্টেশনে বন্দুক নিয়ে ঢুকে পড়ে চার জঙ্গি । নিরাপত্তা রক্ষীদের মেরে স্টেশনের দখল নেয়।১৫জন কর্মীকে পণবন্দি বানানো হয়। যদিও, কিছুক্ষণের মধ্যে পাল্টা হামলা চালিয়ে তেলকূপের দখল নেয় ইরাকি সেনা। কিছুক্ষণের মধ্যে বাই হাসান তেলখনিতেও ঢুকে পড়ে চার আত্মঘাতী IS জঙ্গি। তেলখনির গুদামে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় তারা। IS সমর্থিত সংবাদসংস্থা আমাক বে হাসানে হামলার দায় স্বীকার করলেও, গ্যাস স্টেশনে হামাল নিয়ে কোনও মন্তব্য করেনি।
আরও পড়ুন ২৫ হাজার ফুট উপর থেকে প্যারাসুট ছাড়া ঝাঁপ দিয়ে রেকর্ড লিউক আইকিনসের!