ওয়েব ডেস্ক:  ইউরোপে ফের মাথাচাড়া দিল সন্ত্রাস। সুইডেনের স্টকহোমে তিন পথচারীকে পিষে দিল ট্রাক। আহত বেশ কয়েকজন। শহরের প্রাণকেন্দ্র ড্রটনিনঘাটান এলাকায় ভারতীয় সময় সন্ধে সাড়ে ছটা নাগাদ ঘটনাটি ঘটেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


প্যারিসের নিস শহরে ও বার্লিনে যেমন ঘটেছিল অবিকল সেই কায়দায় হামলা। একটি ট্রাক নিয়ে এক ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকিয়ে দেয় অজ্ঞাত আততায়ী। আইসিস এখনও দায় স্বীকার না করলেও, এটা তাদের মতাদর্শে প্রভাবিত কোনও লোন উলফ জঙ্গির কাজ বলেই সন্দেহ করা হচ্ছে।


একজনকে গ্রেফতার করার কথা জানিয়েছেন সুইডিশ প্রধানমন্ত্রী। ঘটনাস্থল থেকে ঢিলছোড়া দূরত্বে ভারতীয় দূতাবাস। যদিও, ভারতীয় দূতাবাস কর্মীরা সকলে সুরক্ষিত বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। (আরও পড়ুন- অকল্পনীয় অমানবিকতা! সাহায্য পেলেন না মেট্রোর দরজায় মাথা আটকে যাওয়া নিউ ইয়র্কের মহিলা যাত্রী)