ওয়েব ডেস্ক: লাদেন জমানা শেষ হওয়ার পর বিশ্ব ভেবেছিল উপড়ে ফেলা গেল নৃশংসতার শিকর। কিন্তু সব শেষেই লুকিয়ে থাকে আরও একটা শুরু। এখানেও তার ব্যতিক্রম হল না। জন্ম নিল গোটা বিশ্বের নতুন ত্রাস, আইসিস। যার অপর নাম নৃশংসতা। নিরপরাধ মানুষের নৃশংস হত্যায় তারা 'স্পেশালিস্ট'। সদ্য প্রাকাশিত আইসিসের ভিডিও আরও একবার দেখিয়ে দিল, নির্মমতা কাকে বলে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উত্তর সিরিয়ার কুরদিশ সেনার সঙ্গে সংঘর্ষ চলচিল আইসিস জঙ্গিদের। এই লড়াইয়ে বিশাল ক্ষতির সম্মুখীন হয় আইসিস। ক্ষতির প্রতিশোধ তুলতে টোপ হিসেবে ব্যবহার করা হয় ৩ বন্দিকে। নৃশংস ভাবে বলি হতে হয় আইসিসের তিন বন্দিকে। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রকাশ্য রাস্তার মাঝে বসানো হয়েছে ৩ বন্দিকে। তাদের পরণে সেই চেনা কমলা রংয়ের জাম্পস্যূট। চোখ বাঁধা। লম্বা দাড়িওয়ালা, দানবীয় চেহারার এক ব্যক্তি। ধারালো এক অস্ত্র দিয়ে এক এক করে ৩ জনের ধর থেকে মুণ্ডু আলাদা  করে দিচ্ছে ওই জঙ্গি। তারপর ইন্টারনেটে প্রকাশ করা হয় তাদের 'বীরত্ব'-এর ভিডিও।