ওয়েব ডেস্ক : অপহরণ করে খুন করা হয়েছে দুই চিনা শিক্ষককে। এমনটাই দাবি ISIS-এর। তাঁদের পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বালোচিস্তান থেকে অপহরণ করা হয়। গতকাল জঙ্গি সংগঠনের পক্ষ থেকে বলা হয় অপহৃত দুই শিক্ষককে খুন করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই ঘটনার জেরে চিনের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সেদেশে কাজ করতে যাওয়া চিনা নাগরিকদের নিরাপত্তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। যদিও, খবরটির সত্যতা খোঁজার চেষ্টা চলছে।


পুলিস সেজে বালুচিস্তানের কেট্টা থেকে গত ২৪ মে ISIS জঙ্গিরা অপহরণ করে ওই দুই শিক্ষককে। তাদের উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে পাক ও চিন সরকারের পক্ষ থেকে। গতকাল ISIS স্বীকার করে ইতিমধ্যেই খুন করা হয়েছে ওই দুই শিক্ষককে।


আরও পড়ুন- পাসপোর্ট লাগবে না, এবার থেকে স্মার্ট ফোনেই এন্ট্রি দুবাই বিমানবন্দরে