পাসপোর্ট লাগবে না, এবার থেকে স্মার্ট ফোনেই এন্ট্রি দুবাই বিমানবন্দরে

পাসপোর্ট ছাড়াই আন্তর্জাতিক বিমানবন্দরে এন্ট্রি, নতুন পরিষেবা আনল দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। স্মার্টফোন থাকলেই সোজা গেট পাস, লাগবে না অন্য কোনও আইডেন্টি প্রুভও। বিমানবন্দরের ট্রাভেল প্রসিডিউরে আরও গতি আনতেই এই নতুন উদ্যোগ গ্রহণ করতে চলেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কতৃপক্ষ। 'এমিরেটস স্মার্ট ওয়ালেট'-এর মাধ্যমে এই সুবিধা পাবেন প্রত্যেক বিমান যাত্রী। স্মার্ট ওয়ালেটেই নথিভুক্ত করা থাকবে বিমান যাত্রীর সমস্ত নথি। পার্সোনাল ডেটা সহ, পাসপোর্টের যাবতীয় তথ্যও থাকবে সেখানে। বিমানযাত্রী 'এমিরেটস আইডি' ব্যবহার করেই বিমানবন্দরের গেট পাস পাবেন। এই স্মার্ট ওয়ালেট চালু হয়েছে বিমানবন্দরের ডিপার্টচার টার্মিনাল থেকে। আরও পড়ুন- NASA-র মহাকাশ অভিযানে নির্বাচিত ভারতীয় বংশোদ্ভূত রাজা চারি      

Updated By: Jun 9, 2017, 12:39 PM IST
পাসপোর্ট লাগবে না, এবার থেকে স্মার্ট ফোনেই এন্ট্রি দুবাই বিমানবন্দরে

ওয়েব ডেস্ক: পাসপোর্ট ছাড়াই আন্তর্জাতিক বিমানবন্দরে এন্ট্রি, নতুন পরিষেবা আনল দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। স্মার্টফোন থাকলেই সোজা গেট পাস, লাগবে না অন্য কোনও আইডেন্টি প্রুভও। বিমানবন্দরের ট্রাভেল প্রসিডিউরে আরও গতি আনতেই এই নতুন উদ্যোগ গ্রহণ করতে চলেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কতৃপক্ষ। 'এমিরেটস স্মার্ট ওয়ালেট'-এর মাধ্যমে এই সুবিধা পাবেন প্রত্যেক বিমান যাত্রী। স্মার্ট ওয়ালেটেই নথিভুক্ত করা থাকবে বিমান যাত্রীর সমস্ত নথি। পার্সোনাল ডেটা সহ, পাসপোর্টের যাবতীয় তথ্যও থাকবে সেখানে। বিমানযাত্রী 'এমিরেটস আইডি' ব্যবহার করেই বিমানবন্দরের গেট পাস পাবেন। এই স্মার্ট ওয়ালেট চালু হয়েছে বিমানবন্দরের ডিপার্টচার টার্মিনাল থেকে। আরও পড়ুন- NASA-র মহাকাশ অভিযানে নির্বাচিত ভারতীয় বংশোদ্ভূত রাজা চারি      

.