ওয়েব ডেস্ক : এবার গরমে বিদেশের কোনও সমুদ্রসৈকতে যাওয়ার পরিকল্পনা রয়েছে? তাহলে কিন্তু সাবধান! সফেন বালুরাশির উপর রোদ পোহাচ্ছেন, হয়তো সেই বালির নিচেই রয়েছে বোমা। আপনি জানতেও পারছেন না। আপনাকে এগিয়ে এসে আইসক্রিম দিল যে মানুষটা, হয়তো সেই আইসক্রিমের গাড়িতেই লুকানো রয়েছে বোমা! বা আপনার পাশ দিয়ে হেঁটে গেল যে মানুষটা, তার গায়ের গেঞ্জির তলায় লুকানো... মানববোমা!


অবাক হচ্ছেন? হবেন না। কারণ জঙ্গিগোষ্ঠী ISIS-এর এবার টার্গেট বিভিন্ন সমুদ্র সৈকত। যেখানে ভিড় জমান পর্যটকরা। রিপোর্ট বলছে, ইউরোপের বিভিন্ন সমুদ্র সৈকতে এবার হামলার ছক কষছে ISIS। যারমধ্যে আবার দক্ষিণ ফ্রান্স ও স্পেনে হামলার আশঙ্কা বেশি।