আইসিসের `জঙ্গি শিক্ষা` শিশুদের জন্য, অ্যাপেই গুলি বন্দুকের পাঠশালা
ওয়েব ডেস্ক: আইসিসের শিশুপাঠ্য, ওয়ান, টু, থ্রিতেই 'গুলি-বন্দুক পরিচয়'। সারা দুনিয়া জুড়ে আইসিস জঙ্গিগোষ্ঠীর যে তাণ্ডব চলছে তা বিশ্বমানবতায় অশনি সংকেত বয়ে আনছে। বারুদের গন্ধে বিষছে বাতাস।
মানবতা বিরোধী এই জঙ্গিগোষ্ঠী তাঁদের মিছিলে ভিড় বাড়াতে এবার প্রযুক্তিগত সহায়তার মুখাপেক্ষী। আইসিস নিয়ে এল এমন এক অ্যাপ যা নিষ্পাপ মনে ঢুকিয়ে দেবে ধ্বংসের হিংস্র ধ্বনি। 'লাইব্রেরি অব জিল'-এই অ্যাপেই শিশু মননে পৌঁছে যাওয়ার ফন্দি এটেছে তাঁরা। গুলির শব্দ, রকেটের শব্দ, ট্যাঙ্কের শব্দ কেমন হয়, তা খুব সহজেই জানতে পারবে ছোটরা। আর এটা এতোটাই আকর্ষণীয় যে শিশুদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠছে 'লাইব্রেরি অব জিল'।