Bangladesh: বদলের বাংলাদেশে এবার `নিষিদ্ধ` ইসকন?
Bangladesh: ঘটনার সূত্রপাত ৫ নভেম্বর। স্থানীয় এক ব্যবসায়ী ওসমান আলির ইসকনবিরোধী পোস্টকে কেন্দ্র করে সেদিন সংঘর্ষ বেঁধে যায় চট্টগ্রামে। ওসমান ও তাঁর ভাইকে ঘেরা করে রাখেন ইসকনের শতাধিক সদস্যরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, ঘটনাস্থলে পৌঁছয় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, এমনকী বিজিবিও। উদ্ধার করা হয় দুইভাইকে।
সেলিম রেজা ও মহাম্মদ আলী সুমন, ঢাকা: বদলের বাংলাদেশে এবার ইসকনকে নিষিদ্ধ করার দাবি উঠল। কট্টর ইসলামপন্থী রাজনৈতিক দল হেফাজতে ইসলামের হুঁশিয়ারি, 'বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করা না হলে হেফাজতের পক্ষ থেকে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে'।
আরও পড়ুন: Bangladesh: প্রত্নতাত্ত্বিক খননে ঢাকার বয়স নিয়ে নতুন তথ্য!
ঘটনার সূত্রপাত ৫ নভেম্বর। স্থানীয় এক ব্যবসায়ী ওসমান আলির ইসকনবিরোধী পোস্টকে কেন্দ্র করে সেদিন সংঘর্ষ বেঁধে যায় চট্টগ্রামে। ওসমান ও তাঁর ভাইকে ঘেরা করে রাখেন ইসকনের শতাধিক সদস্যরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, ঘটনাস্থলে পৌঁছয় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, এমনকী বিজিবিও। উদ্ধার করা হয় দুইভাইকে।
এদিকে আইনি পথে সমস্যা সমাধানে আশ্বাসের পরেও আক্রমণাত্মক হয়ে ওঠেন বেশ কয়েকজন। সেনাবাহিনী ও পুলিসকে লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়েন বিক্ষোভকারীরা। আহত সেনাবাহিনীর ৫ জন, আর পুলিসের ৭ জন। প্রতিবাদে আজ, শুক্রবার চট্টগ্রামে সমাবেশ করল কট্টর ইসলামপন্থী রাজনৈতিক দল হেফাজতে ইসলামে। সেই সমাবেশ থেকে বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবি তুললেন তাঁরা।
আরও পড়ুন: Bangladesh: বদলের বাংলাদেশে রেজওয়ানা চৌধুরী বন্যাকে দেওয়া খাস জমির বরাদ্দ বাতিল!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)