নিজস্ব প্রতিবেদন: সাঁজোয়া গাড়ির জন্য এই প্রথম বিশেষ প্রশিক্ষিত মহিলাদের নিযুক্ত করল ইজরায়েল। সাঁজোয়া কম্যান্ডার্স স্কুল থেকে পাশ করেন ৪ ইজরায়েলি মহিলা। জানা গিয়েছে আরও ৬ মহিলা প্রশিক্ষণে উত্তীর্ণ হন। তবে সিনিয়র সেনা আধিকারিকদের সম্মতি না পাওয়া পর্যন্ত তাঁদের নিযুক্ত করা যায়নি। ইজরায়েলে এই প্রথম সাঁজোয়া গাড়ির জন্য  বিশেষ মহিলা দল তৈরি করা হল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- আমেরিকায় সংবাদপত্রের অফিসে হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ৫


ইজরায়েলের লেফ্ট্যানেন্ট কলোনেল বেনি আহরন জানিয়েছেন, বছরভর কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে মহিলারা নিজেদের যোগ্য করে তুলেছন। সাঁজোয়া গাড়ির পরিচালনা এবং রক্ষণাবেক্ষণে তাঁরা একেবারে উপযুক্ত বলে দাবি লেফ্ট্যানেন্টের। ১৫ জন প্রশক্ষিণকারীদের মধ্য ৫ জন বিভিন্ন কারণে উত্তীর্ণ হতে পারেননি বলে জানা গিয়েছে।


আরও পড়ুন- বিতর্ক এড়াতেই ফের ‘বিচ্ছিন্ন শিশুদের’ সঙ্গে সাক্ষাত্ মেলানিয়ার!


ইজরায়েলে নারী-পুরুষ নির্বিশেষে অধিকাংশ নাগরিককে সেনায় প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক। পুরুষরা ২ বছর ৮ মাস সেনায় প্রশিক্ষণ নেন। ৪০ বছর বয়স পর্যন্ত তাঁরা দেশের জন্য ‘রিজার্ভড’ থাকেন। মহিলারা ২ বছরের জন্য প্রশিক্ষণ নিলেও তাঁদেরকে সংরক্ষণের আওতায় আনে না ইজরায়েল সরকার।