নিজস্ব প্রতিবেদন: ইজরায়েলের হামলায় সিরিয়ায় মারা গেলেন ১০ জন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনার সূত্রে ইজরায়েল জানাচ্ছে, এটি প্রতিশোধমূলক হামলা ছিল। 


কীসের প্রতিশোধ? 


ইজরায়েলের অভিযোগ, মঙ্গলবার গোলান হাইটসে ইজরায়েলের নিয়ন্ত্রিত অংশে তিনটি 'ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস' (আইইডি) বোমা পাওয়া যায়৷ ইরানের কুদস ফোর্সের নির্দেশনায় গোলান হাইটসে থাকা সিরিয়ান নাগরিকেরাই এই ডিভাইসগুলি স্থাপন করেছে বলে ইজরায়েলের অভিযোগ৷ আর তারই প্রতিশোধ নিতে গিয়ে মঙ্গলবার রাতে আকাশ থেকে হামলা চালিয়েছে তারা৷


সরকারি বার্তায় সিরিয়া বলছে, ইজরায়েলের হামলায় তাদের তিন সেনা নিহত হয়েছে৷ তবে 'সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' বলছে, হামলায় নিহত হয়েছেন মোট ১০ জন। এর মধ্যে পাঁচজন ইরানি হতে পারেন। এ ছাড়া নিহতদের মধ্যে দু'জন ইরান সমর্থক বিদেশি যোদ্ধাও রয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাটি৷


প্রসঙ্গত ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পরে সে দেশে বহু বার এয়ার ও মিসাইল হামলা চালিয়েছে ইজরায়েল৷ 


আরও পড়ুন:  দেখুন তো ইরান আক্রমণ করা যায় কিনা: উপদেষ্টাদের কাছে জানতে চান ট্রাম্প!