জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধের মধ্যেই কড়া পদক্ষেপ নিল নেতেনিয়াহু সরকার। এবার ইজরায়েলের মসজিদগুলিতে আজান নিষিদ্ধ করলেন জাতীয় নিরাপত্তামন্ত্রী ইমাতার বেন গিভির। নিয়ম ভাঙলেই কড়া পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে দিয়েছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-যত্রতত্র বেআইনি পার্কিং! কলকাতা থেকে জেলায় যানজট সমস্যায় জেরবার সাধারণ মানুষ...


কেন লাউড স্পিকারে আদান বন্ধ? ইজরায়েল সরকারের দাবি মসজিদে লাউড স্পিকারে আজান দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক। পাশাপাশি দিন পাঁচবার আজানে শব্দদূষণ হচ্ছে। এমনটাই অভিযোগ করেছেন বহু মানুষ। টাইমস অব ইজরায়েল-এক প্রতিবেদনে বলা হয়েছে কোনও মসজিদে লাউড স্পিকারে আজান দেওয়া হলে মসজিদে ঢুকতে পারবে পুলিস। মসজিদ থেকে লাউড স্পিকারের সরঞ্জাম বাজেয়াপ্ত করা হবে।



সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে জাতীয় নিরাপত্তামন্ত্রী গিভির জানান, ওই নীতিটি চালু করতে পেরে তিনি গর্বিত। এর ফলে মসজিদ থেকে অবাঞ্ছিত শব্দ আর আসবে না। আজানের শব্দ ইজরায়েলের বাসিন্দাদের জন্য বিপদ হয়ে উঠেছে।


এদিকে, তবে ইজরায়েলের বিরোধী দলীয় নেতারা ইতামার বেন গিভিরের এই নিষেধাজ্ঞার বিরোধিতা করেছেন। এর মধ্যে রয়েছেন লেবার পার্টির গিলাদ কারিভ। তিনি এক্সে হ্যান্ডেলে লিখেছেন, বেন গিভির ইজরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিয়েছেন। ব্যারেলগুলোতে আগুন না ধরানো পর্যন্ত বেন গিভির থামবে না। এছাড়া হাদেস-টা’আল নেতা আহমেদ তিবিও এই নিষেধাজ্ঞার কঠোর নিন্দা করেছেন। তিনি বলেন, বেন গিভির ঘৃণা ও আরবদের নিপীড়নের ওপর তার ঘাঁটি তৈরি করেছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাঙ্গাবাজ এই মন্ত্রীর কর্মকাণ্ডে জন্য দায়ি।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)