নিজস্ব প্রতিবেদন: মান্দারিনকে সরকারি ভাষা স্বীকৃতি দেওয়ার কোনও পরিকল্পনা নেই পাকিস্তানের। এই খবর গুজব বলে জানা যাচ্ছে। পাকিস্তানের সংবাদমাধ্যম 'অব তক নিউজ' চ্যানেল এই গুজব খবর ছড়িয়েছে বলে জানা যাচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- চিনের মান্দারিনকে সরকারি ভাষা করছে পাকিস্তান!


প্রসঙ্গত, সংবাদমাধ্যমে খবর ছড়ায় চিনা ভাষা মান্দারিনকে সরকারি ভাষা করার প্রস্তাব দিয়েছে পাক পার্লামেন্টের সেনেট (উচ্চ কক্ষ)। এরপরই সে দেশের একাংশ পাক প্রশাসনের এই পদক্ষেপকে সমালোচনা করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত খোদ পাক রাষ্ট্রদূত হুসেন হাক্কানি টুইট করেন, দেশের বিভিন্ন প্রান্তের মাতৃভাষাকে সম্মান না দিয়ে উর্দু, ইংরেজি, আরবিকে সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এ বার যোগ হল চিনের মান্দারিন।


আরও পড়ুন- তিস্তা ইস্যুতে মোদীতেই আস্থা বাংলাদেশের


পাক সংবাদমাধ্যম ডন-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মান্দারিন ভাষা শিখতে উত্সাহী সে দেশের মানুষ। কারণ, চিন পাকিস্তান অর্থনৈতিক করিডরের কাজ শুরু হওয়ায় চিনা ভাষায় প্রভূত কাজে সুযোগ তৈরি হচ্ছে।


প্রসঙ্গত, পাকিস্তানে পঞ্জাবি, পাস্তু, বালুচ ভাষার বহুল প্রচলন রয়েছে। পঞ্জাব প্রদেশে ৯০ শতাংশ নাগরিকই পঞ্জাবি ভাষায় কথা বলেন। 


আরও পড়ুন- 'পরিস্থিতি পাল্টাইনি'- জরুরি অবস্থা বহাল রাখতে চান মালদ্বীপের রাষ্ট্রপতি