স্যানিটারি প্যাডে লিখে প্রতিবাদ এবার পাকিস্তানেও
এক বছর আগের ঘটনা। জামিয়া মিলিয়া আঁচ এসে পড়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। দেখা গিয়েছিল প্রতিবাদের এক অন্য রূপ। এবার সেই ছবি দেখা গেল প্রতিবেশী দেশেও। বিশ্ববিদ্যালয়ের দেওয়াল স্যানিটারি ন্যাপকিন সাঁটিয়ে তাতে প্রতিবাদের ভাষা লিখলেন লাহোরের বেকনহাউস জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
ওয়েব ডেস্ক: এক বছর আগের ঘটনা। জামিয়া মিলিয়া আঁচ এসে পড়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। দেখা গিয়েছিল প্রতিবাদের এক অন্য রূপ। এবার সেই ছবি দেখা গেল প্রতিবেশী দেশেও। বিশ্ববিদ্যালয়ের দেওয়াল স্যানিটারি ন্যাপকিন সাঁটিয়ে তাতে প্রতিবাদের ভাষা লিখলেন লাহোরের বেকনহাউস জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
প্রতি মাসে শরীরের স্বাভাবিক নিয়মেই মাসিক হয় মেয়েদের। কিন্তু সমাজ তাঁকে স্বাভাবিক চোখে দেখে না। ওই দিনগুলোয় মেয়েদের বাকিদের থেকে সরে থাকার দিন। লুকিয়ে থাকার দিন। পাছে ছোঁয়া পড়ে সব অশুচি হয়ে যায়, তাই বাড়ির অন্দরমহল, ঠাকুর ঘর থেকে দূরে থাকার দিন। এই রাখঢাক থেকে বেরিয়ে আসার ডাক দিয়েই প্রতিবাদে নেমেছেন লাহোরের বিএনইউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। মাসিক মানে অপবিত্র নয়, মাসিক মেয়েদের লজ্জা নয়, প্রতিবাদের এইসব কথাই স্যানিটারি ন্যাপকিনে লিখে তা আটকে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে। তাঁদের প্রতিবাদকে সর্বত্র ছড়িয়ে দিতে বিশ্ববিদ্যালয়ের দেওয়ালের ছবি তাঁরা পোস্ট করেছে ফেসবুকের দেওয়ালেও। মেয়েদের আরও সচেতন করতে এবং মাসিককে লজ্জা না ভেবে এই সম্পর্কে সুশিক্ষিত করাই এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের প্রাতিবাদের লক্ষ্য।