প্রতিরক্ষা ক্ষেত্রে `ম্যাড ডগে`ই ভরসা রাখলেন ট্রাম্প
`ম্যাড ডগে`ই ভরসা রাখলেন ট্রাম্প। জেমস ম্যাটিস ওরফে `ম্যাড ডগে`কেই দেশের প্রতিরক্ষা সচিব হিসাবে নিয়োগ করতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি ট্রাম্প করলেন নিজস্ব নাটকীয় ভঙ্গীতে।
ওয়েব ডেস্ক: 'ম্যাড ডগে'ই ভরসা রাখলেন ট্রাম্প। জেমস ম্যাটিস ওরফে 'ম্যাড ডগে'কেই দেশের প্রতিরক্ষা সচিব হিসাবে নিয়োগ করতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি ট্রাম্প করলেন নিজস্ব নাটকীয় ভঙ্গীতে।
বিজয় সফরে বেরিয়ে, হবু প্রেসিডেন্টের প্রথম গন্তব্য ছিল সিনসিনাটি। সেখানকার এক প্রেক্ষাগৃহে ট্রাম্প বলেন, "জেমস ম্যাটিস আমাদের পরবর্তী প্রতিরক্ষা সচিব'', ঘোষণা করেই খানিকটা মুচকি হাসলেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘‘তবে এটা কিন্তু এখনই কাউকে জানাবেন না। আগামী সোমবারই আনুষ্ঠানিক ভাবে নামটা প্রকাশ করব।’’ ব্যাস একথা শুনতেই গোটা প্রেক্ষাগৃহে হাসির রোল উঠতে থাকে।
তবে এই জেমস ম্যাটিস সম্পর্কে নানান বিতর্ক থাকলেও তাঁর সমর দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন তোলেন না কেউ। টানা ৪৪ বছর সামরিক বাহিনীতে কাজ করেছেন তিনি।