নিজস্ব প্রতিবেদন: মানুষ প্রতিদিনই নিজেকে ছাপিয়ে যাচ্ছে। এ বার সে সুদূরের এক গ্রহাণুর মাটিও সংগ্রহ করে ফেলল!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গল গ্রহ আর বৃহস্পতির মাঝে থাকা 'অ্যাস্টরয়েড বেল্ট'-এর সদস্য-গ্রহাণু 'রিউগু' থেকে মাটি নিয়ে এল 'জাপান স্পেস এজেন্সি', 'জাক্সা'-র মহাকাশযান 'হায়াবুসা-২'। ৩ কোটি কিলোমিটার দূরে থাকা কোনও গ্রহাণুর মাটি পৃথিবীতে পৌঁছল।


বিশ্বে প্রথম এই কৃতিত্বের জন্য জাপানকে শুভেচ্ছা জানিয়েছে নাসা। নাসা এটিকে ঐতিহাসিক ঘটনা বলেও উল্লেখ করেছে। 


প্রসঙ্গত, গত ২০ অক্টোবরই আরও একটি গ্রহাণু 'ভেনু' থেকে মাটি নিয়ে ফিরেছিল নাসার পাঠানো মহাকাশযান 'ওসিরিস-রেক্স'। যার পৃথিবীতে ফেরার কথা ২০২৩-এর গোড়ায়।


জাপানের 'হায়াবুসা-২' এবং নাসার 'ওসিরিস-রেক্স'-এর কৃতিত্ব কোনও দুর্ঘটনা ছাড়াই তারা গ্রহাণুতে নামতে পেরেছে। সারতে পেরেছে নিজেদের উদ্দিষ্ট কাজও।


also read:  বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর কুষ্টিয়ায়, প্রতিবাদ বাংলাদেশবাসীর