রাক্কায় ড্রোন হামলাতেই খতম জেহাদি জন, স্বীকার আইসিসের
রাক্কায় ড্রোন হামলাতেই খতম হয়েছে জেহাদি জন। এবার সে কথা স্বীকার করে নিল আইসিসও। গত বছর নভেম্বরে সিরিয়ার রাক্কাতে মৃত্যু হয়েছে জন অরফে মহম্মদ এমওয়াজির। গত বছরই এই দাবি করে মার্কিন সেনা। ১২ নভেম্বর রাক্কাতে জেহাদি জনের গাড়ির উপর ড্রোন হামলায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এবার নিজেদের মুখপত্রে জানাল ইসলামিক স্টেট জঙ্গিরা। ২০১৪ সালে মার্কিন সাংবাদিক জেমস ফলিকে খুনের ভিডিওতে প্রথম সামনে আসে জেহাদি জন। এর পর একাধিক শিরচ্ছেদের ভিডিয়োতে দেখা গিয়েছে এই জঙ্গিকে। গত ফেব্রুয়ারিতেই সামনে আসে মুখোশে মুখ ঢাকা এই জঙ্গির পরিচয়। জানা যায় কুয়েতে জন্মানো এমওয়াজি বড় হয়েছে লন্ডনে। কম্পিউটার প্রোগ্রামিংয়ে গ্রাজুয়েশনও করে সে। অন্যদিকে ভিডিয়োয় সামনে আসা নতুন জেহাদি জন, তাঁর দাদা সিদ্ধার্থ ধর নয়। এখনও সে আশাতেই রয়েছেন সিদ্ধার্থর বোন কণিকা। ব্রিটিশ পার্লামেন্টের হোম অ্যাফেয়ার্স কমিটির সদস্যদের এ কথা জানিয়েছেন সিদ্ধার্থর বোন। তাঁর দাবি গলার স্বরে মিল থাকলেও ভিডিওর ছবি তাঁর দাদার নয়।
ওয়েব ডেস্ক: রাক্কায় ড্রোন হামলাতেই খতম হয়েছে জেহাদি জন। এবার সে কথা স্বীকার করে নিল আইসিসও। গত বছর নভেম্বরে সিরিয়ার রাক্কাতে মৃত্যু হয়েছে জন অরফে মহম্মদ এমওয়াজির। গত বছরই এই দাবি করে মার্কিন সেনা। ১২ নভেম্বর রাক্কাতে জেহাদি জনের গাড়ির উপর ড্রোন হামলায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এবার নিজেদের মুখপত্রে জানাল ইসলামিক স্টেট জঙ্গিরা। ২০১৪ সালে মার্কিন সাংবাদিক জেমস ফলিকে খুনের ভিডিওতে প্রথম সামনে আসে জেহাদি জন। এর পর একাধিক শিরচ্ছেদের ভিডিয়োতে দেখা গিয়েছে এই জঙ্গিকে। গত ফেব্রুয়ারিতেই সামনে আসে মুখোশে মুখ ঢাকা এই জঙ্গির পরিচয়। জানা যায় কুয়েতে জন্মানো এমওয়াজি বড় হয়েছে লন্ডনে। কম্পিউটার প্রোগ্রামিংয়ে গ্রাজুয়েশনও করে সে। অন্যদিকে ভিডিয়োয় সামনে আসা নতুন জেহাদি জন, তাঁর দাদা সিদ্ধার্থ ধর নয়। এখনও সে আশাতেই রয়েছেন সিদ্ধার্থর বোন কণিকা। ব্রিটিশ পার্লামেন্টের হোম অ্যাফেয়ার্স কমিটির সদস্যদের এ কথা জানিয়েছেন সিদ্ধার্থর বোন। তাঁর দাবি গলার স্বরে মিল থাকলেও ভিডিওর ছবি তাঁর দাদার নয়।