নিজস্ব প্রতিবেদন: নিতে হবে প্রশিক্ষণ, তাই ছাড়তে হল হোয়াইট হাউস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মার্কিন (US) প্রেসিডেন্ট বাইডেনের পোষ্যের (pet dog) বিষয়ে কথা বলা হচ্ছে। তাঁর পোষ্য মেজর (major) ইতিমধ্যেই হোয়াইট হাউসে দু'জনকে কামড়ে দিয়েছে। তাই তাকে ফের প্রশিক্ষণ দেওয়া হবে। সে কারণেই তাকে ছাড়তে হচ্ছে প্রভুর আবাস। 


এর আগে 'মেজর' নামের এই জার্মান শেফার্ডটিকে নিয়ে হাঁটতে বেরিয়ে সমস্যায় পড়তে হয়েছিল বাইডেনকে (JOE BIDEN)। তাঁর পোষ্য আঁচড়ে-কামড়ে দিয়েছিল একজনকে। সেটা সামলাতে রীতিমতো বেগ পেতে হয়েছিল। অন্য একটি ঘটনায় পোষ্যের জন্যে গোড়ালিতে চোটও পেয়েছিলেন বাইডেন। তখন অবশ্য সাদাবাড়িতে এসে ওঠেননি। 


আরও পড়ুন: বডি মুভমেন্ট কম? ব্যায়ামের ধার ধারেন না? সাবধান! চট করে পড়তে পারেন করোনার কোপে


এবার তাঁকে ত্যাগই করতে হল তাঁর প্রিয় পোষ্যকে। যখন-তখন যাকে-তাকে কামড়ে দিচ্ছে বলে বাইডেনের এই রাগী পোষ্যের ফের ট্রেনিং হবে। তাই তাকে ছেড়ে যেতে হবে হোয়াইট হাউস (white house)।  


বাইডেনের অবশ্য আর একটি কুকুর আছে। সে মেজরের চেয়ে কিঞ্চিৎ বড়। আমেরিকার প্রেসিডেন্টদের মধ্যে হোয়াইট হাউসে নিজের পোষ্যদের নিয়ে যাওয়ার একটা রীতি অবশ্য চিরকালই আছে। যেমন ওবামার দুটি কুকুর ছিল। জর্জ বুশের ছিল তিনটি।


আরও পড়ুন: মানবমস্তিষ্ক 'আধুনিক' হতে শুরু করেছিল ১৭ লক্ষ বছর আগে!