ওয়েব ডেস্ক: সন্ত্রাস দমনে যৌথ অঙ্গীকার দিয়েই শুরু হল নরেন্দ্র মোদীর ইজরায়েল সফর। প্রথম দিন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাঁর জেরুজালেমের বাড়িতে মোদীকে আমন্ত্রণ জানান। দুই নেতাই সন্ত্রাসের বিপদ সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করেন। হলোকাস্ট মিউজিয়মেও যান নরেন্দ্র মোদী। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে ইজরায়েলে গিয়েছেন তিনি। মোদীর সফরে ইজরায়েল থেকে ক্ষেপণাস্ত্র, চালক বিহীন বিমান আমদানি নিয়ে কথা হবে। ইজরায়েলে গেলেও প্রথা ভেঙে প্যালেস্তাইনের রামাল্লায় যাচ্ছেন না প্রধানমন্ত্রী।


এদিকে, মহাকাশ প্রতিযোগিতায় ফের গোহারা হারল চিন। ঢাকঢোল পিটিয়ে রকেট উত্‍‍ক্ষেপণ করতে গিয়েছিল বেজিং । বলা হচ্ছিল এটাই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রকেট । চিনা বিপ্লবের সঙ্গে মিলিয়ে নাম রাখা হয় 'লং মার্চ-৫ Y2'। কিন্তু, যান্ত্রিক ত্রুটিতে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। মহাকাশে পৌছয়নি ৮৭৯ টনের রকেট। (আরও পড়ুন- রাষ্ট্রপুঞ্জের কর তহবিলে ১ লক্ষ মার্কিন ডলার অনুদান দিয়ে ইতিহাসে ভারত)