ওয়েব ডেস্ক: ধর্ষণ নিয়ে রোজ রোজ যেন ছেলেখেলা হচ্ছে। একে তো সমাজে নারীদেরকে পুরুষেরা নিজেদের ব্যক্তিগত সম্পত্তি বলে মনে করেছেন। রোজ তাদের ওপর চলছে নারকীয় অত্যাচার। আবার সেই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করলে নারীদের কপালে জুটছে আইন রক্ষককারীদের কাছ থেকে অপমানজনক মন্তব্য। এমনই ঘটনার নিদর্শন পাওয়া গেল স্পেনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আইনের রক্ষকদের কাছ থেকেই এরকম অপ্রীতিকর মন্তব্য দিনের পর দিন পেতে হচ্ছে নির্জাতিতাদের। কোথাও তাঁদের নামের জায়গায় ধর্ষিতা লিখে দেওয়া হচ্ছে। তো কোথাও বিচারকের আপত্তিকর মন্তব্যের সম্মুখীন হতে হচ্ছে। আসলে কোনও ভাবেই আর নিরাপদ কেন সামান্য সম্মানটুকুও নেই মেয়েদের।


আদালতে নির্যাতনের বিরুদ্ধে নালিশ জানিয়ে সেখানেও অপমানিত হতে হল স্পেনের এক নির্যাতিতাকে। প্রশ্ন-উত্তর চলাকালীন নির্যাতিতাকে হঠাত্‌ই অপমানজনক প্রশ্ন করে বসেন সেখানকার বিচারপতি। বলেন, 'ধর্ষণের সময় তিনি কি তাঁর পা দুটো চেপে রাখার চেষ্টা করেছিলেন?'


কয়েকদিন আগে পুলিসের কাছে এক ব্যক্তির বিরুদ্ধে শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেন এক মহিলা। সেই মামলারই বয়ান দেওয়ার সময় ওই মহিলাকে অপমানজনক প্রশ্ন করেন বিচারক। তাঁর বিরুদ্ধে নির্যাতিতাকে অপমানজনক মন্তব্য করার অভিযোগ উঠেছে। এমনকি তাঁকে বদলি করে দেওয়ারও দাবি উঠেছে।